নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
এমন পরিবেশে হারিয়ে যায় মন।
প্রকৃতির এমন এক শান্ত নিস্তব্ধতায় মন হারিয়ে যায় অবলীলায়। গাছপালার সবুজে ঘেরা, দিগন্ত বিস্তৃত এই প্রান্তরের মাঝে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন প্রকৃতির একান্ত সাথী। নীরবতার মাঝে পাতার মর্মর ধ্বনি, বাতাসের মৃদু স্পর্শ, আর দূরের নির্মাণাধীন ভবনের আবছা দৃশ্য সব মিলিয়ে এক অদ্ভুত সুষমা সৃষ্টি করেছে। চারপাশের সবুজাভ পরিবেশ এবং গাছের ছায়া যেন জীবনের সমস্ত ক্লান্তি দূর করে দিয়ে মনে প্রশান্তি এনে দেয়।
এমন স্নিগ্ধ পরিবেশে দাঁড়িয়ে থাকা গাছের নিচে বসে থাকার অভিজ্ঞতা সত্যিই মনোরম। এখানকার নির্মল বাতাস, সবুজের প্রশান্তি, আর পাখিদের কূজন যেন এক মায়াবী জগতে নিয়ে যায়। শহরের কোলাহল থেকে দূরে, এমন শান্ত পরিবেশে মন হারিয়ে যেতে চায় বারবার। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে নিমগ্ন হয়ে জীবনকে নতুন করে উপলব্ধি করা যায়, জীবনের মানে খুঁজে পাওয়া যায়। এমন পরিবেশে হারিয়ে যাওয়া মন প্রকৃতির সাথে একাত্ম হয়ে যায়, নতুন এক শক্তি পায় জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে।
০৭ ই জুন, ২০২৪ সকাল ১০:৩৮
নাহল তরকারি বলেছেন: শেষ পর্যন্ত আপনারা আমাকে এআই বলছেন। তাও ভালো কমেন্ট পাচ্ছি।
২| ০৬ ই জুন, ২০২৪ রাত ৯:৩৮
শায়মা বলেছেন: আমিও আমার ছুটি হলে এআই দিয়ে এই রকম করে মন হারাবো প্রান হারাবো!
০৭ ই জুন, ২০২৪ সকাল ১০:৪০
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
৩| ০৬ ই জুন, ২০২৪ রাত ১০:২৭
মৌরি হক দোলা বলেছেন: আমি এখনও সমুদ্র দেখিনি। তবে একবার বন্ধুদের সাথে দোহারের মিনি কক্সবাজারে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেদিন বিশাল নদীর কাছাকাছি দাঁড়িয়ে মনে হয়েছিল, ওই মুহুর্তে আমি যতটুকু সুখী অনুভব করছিলাম, তারচেয়ে বেশি সুখী বোধ হয় এক জীবনে হওয়া যায় না।
বত্ব, কমেন্টে সবাই এআই এআই করছে কেন?
০৭ ই জুন, ২০২৪ সকাল ১০:৪২
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য। ওরা সবাই মনে করছে আমি এআই এর সাহায্য নিয়ে এই ব্লগটি লিখেছি। তাই সবাই কমেন্টে এআই করছে।
৪| ০৬ ই জুন, ২০২৪ রাত ১১:৩৫
রূপক বিধৌত সাধু বলেছেন: কবরস্থান না কি?
০৭ ই জুন, ২০২৪ সকাল ১০:৪৩
নাহল তরকারি বলেছেন: এটি কবরস্থান না। এই স্থানটি ঢাকা জেলার মুগদা থানায় অন্তর্গত গ্রীন মডেল টাউন প্রজেক্ট।
৫| ০৭ ই জুন, ২০২৪ সকাল ৭:৪৩
এম ডি মুসা বলেছেন: এই দেশের প্রকৃতি আমায় দিয়েছে স্বস্তি আমায় করেছে ধন্য,
এদেশের মানুষের আচরণ মানুষের বৈষম্য অসহায় তার জন্য।
০৭ ই জুন, ২০২৪ সকাল ১০:৪৩
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।
৬| ০৭ ই জুন, ২০২৪ সকাল ১১:০৭
নতুন বলেছেন: লেখা খুবই ভালো হয়েছে। ++
০৮ ই জুন, ২০২৪ সন্ধ্যা ৭:৫৬
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৬ ই জুন, ২০২৪ রাত ৯:৩৬
জনারণ্যে একজন বলেছেন: @নাহল, আমারও মন হারিয়ে গেছে।
তবে প্রাকৃতিক পরিবেশে নয়, এআই'র মাহাত্ম্য দেখে।