নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

অবিভাবক ছাড়া বাড়ি।

১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৪




এই বাড়ির কোন বাসিন্দা নাই। বাড়ির অবস্থা দেখে মনে হচ্ছে মিনিমাম ২ বছর এখানে কেউ আসে না। এখানে কেন কেউ আসে না, কেনই বা এখানে কেউ থাকে না, আদৌ এই বাড়িতে কেউ থাকতো কি না? এসকল প্রশ্ন আমার মাথায় ঘুরে।

আমি রাস্তার পার ধরে আমি হাটতে ছিলাম। হঠাৎ দেখলাম বাড়ি। একদিন, দুই দিন, তিন দিন এই রাস্তা দিয়ে যাই। এবং এই বাড়ি নিয়ে আমার কৌতহল বাড়তে থাকে। যদিও এই বাড়ির সম্পর্কে কাউকে কোন কিছু জ্ঞিগ্যাস করতে সাহস হয়নি। কারন গ্রাম দেশে কোন অপরিচিত কোন লোক, কোন ছাড়া বাড়ির সম্পর্কে জানতে চায়, তাহলে মানুষ আমাকে সন্দেহের দৃষ্টিতে তাকাবে।

হতে পারে এই বাড়ির মালিক কোন সেনাবাহিনীর সদস্য, বা পুলিশ সদস্য। আজীবন সরকারি কোয়াটারে থাকেন। তাই তিনি বাড়িতে আসার সময় পান না। তাহলে তখন প্রশ্ন জাগতে পারে এই বাড়ির মালিকের পিতা মাতা কই? হতে পারে তাহার পিতা মাতা তাহার সাথে সরকারি কোয়াটারে থাকে। বা এমনও হতে পারে পরিবারের সবাই কোন বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলো, সড়ক দুর্ঘটনায় পরিবারের সবাই মারা গেছেন। বা মালিক অবসরে গেলে বাড়ি সংস্কার করে উঠবে।

যাক। আজ এই পযর্ন্ত।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

কাঁউটাল বলেছেন: ++++++++++

১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৯

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

২| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:০৫

অস্বাধীন মানুষ বলেছেন: এই বাড়ির লোকজন সম্ভবত বিএনপি করতো তার কারনে আওয়ামীলীগের অত্যাচারের
জন্য বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে।
যদিও আসলে এই বাড়ি সম্পর্কে আমি জানিনা কিন্তু আমি যে কথাটি বললাম সেটাও বিগত ১৬বছরে অনেক ঘটেছে।

১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১০

নাহল তরকারি বলেছেন: আপনার কথাও সত্যি হতে পারে।

৩| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৮:২৬

সোনাগাজী বলেছেন:




আপনি চা দোকান খুলে দেন, মালিক ফিরলে ভাড়া দিয়ে দেবেন।

১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১২

নাহল তরকারি বলেছেন: আপনার ব্যাবসায়িক বুদ্ধি অনেক ভালো। তবে চা এর জন্য মনে হয় গ্রামের মাথায়, চৌরাস্তা বা জনসমাগম হয় এমন স্থানে চা দিলে ভালো। আর এই বাড়িটির স্থান, খোলামেলা স্থানে।

৪| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পুরো বাড়িটি প্ররিত্যক্ত, এখানে নিশ্বচয় কোন গল্প রয়েছে। খুঁজে বের করুন এই বাড়িরি মালিকদের, বের করুন রহস্যটি।

১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৪

নাহল তরকারি বলেছেন: আমার অনুসন্ধানী মন এই বাড়ির রহস্য খুজে পতে ইচ্ছে করছে। কিন্তু সমস্যা একটি। আমি যদি এই বাড়ির সম্পর্কে গ্রামের মানুষকে জ্ঞিগাসা করি তাহলে মানুষ আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাবে।

৫| ১৬ ই আগস্ট, ২০২৪ রাত ১০:২৩

রানার ব্লগ বলেছেন: আপনি আবার দখল না করে বসেন B-)

১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৬

নাহল তরকারি বলেছেন: ওকে।

৬| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ৩:১২

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: এই বৃষ্টিতে এই বাড়িতে বসে একটা গল্প লিখা যেত, চারদিকের পরিবেশ গল্পের উপযোগী।

১৭ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৬

নাহল তরকারি বলেছেন: ঠিক বলেছেন।

৭| ১৭ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০২

প্রহররাজা বলেছেন: ভুতুরে বাড়ী হতে পারে।

১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৪

নাহল তরকারি বলেছেন: হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.