নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

কুসংস্কার মুক্ত ব্লগ।

১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২



আমি আগে প্রচুর ভূতের গল্প শুনতাম। যেমন রেডিও ফূর্তি এর ভূত এফ এম আর এবিসি রেডিও এর ডর। আমার তখন ঘুমাতে অসুবিধা হয় নি। তখন আমি ভালো ভালো সপ্ন দেখতাম। ইদানিং আমি অদ্ভদ সপ্ন দেখছি। এর মধ্যে আমি দুইটি সপ্ন দেখেছি যে একটি ভয়ংকর নারী রূপ আমার সাথে সখ্যতা স্থাপন করতে চায়। আমাকে কি যেন বলতে চায়। আমারে ধরতে চায়। একবার বোবায় ধরছিলো। আরেকবার বোবায় ধরেছিলো।

বেশ কিছুদিন আগে আমার এমন অনুভূতি হয়েছিলো যে, আমাকে কেউ স্পর্ষ করেছিলো। অতছ আমি বেশ কিছু দিন ধরে আমি একা থাকি। আবার তিন মাস আগে আমার এমন মনে হচ্ছিল যেন আমার দুই রানের মাঝ খানে বিশেষ অঙ্গে স্পর্ষ করছে। সুরসুরি লাগার করনে আমার ঘুম ভেঙ্গে যায়। স্পর্ষ করার এই ঘটনা টি আমার ঘুমের ভিতর হয়। আর এই স্পর্ষ করার অনুভূতি করার জন্য আমার ঘুম ভাঙ্গে।

আমি ভূত প্রেত এর বিশ্বস করি না। আর জ্বীনদের ঐ রকম ভাবে বিশ্বাস করি না, যা সমাজে প্রচলিত বিশ্বাস। জ্বীনেরা মানুষ, গরু, ছাগলের মতই এক প্রকার প্রাণী। আমি যদি কুসংস্কারে বিশ্বাস করতাম, তাহলে এই ঘটনা গুলো একটি যুক্তি থাকতো। এই লেখাগুলো কে মসলা দিয়ে লিখতাম।

যাই হউক। ভালো থাকবেন।



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

কামাল১৮ বলেছেন: জ্বীনের কোন প্রমান কি আপনার কাছে আছে?প্রমান ছাড়া বিশ্বাস হলো কুসংস্কার।

১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৯

নাহল তরকারি বলেছেন: বিজ্ঞান তো প্যারালাল ইউনির্ভাস কে প্রমাণ করতে পারে নাই। তাই বলে কি প্যারালাল ইউনিভার্স মিথ্যে। ব্ল্যাকহোল এর অতিস্ত কে ২০১০ সালের দিকে কেউ প্রমাণ করতে পারে নাই। তাই বলে কি এটা মিথ্যে! হয়তো আজ প্রমাণ নাই। ভবিষৎ এ প্রমাণ থাকবে।

২| ১০ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: হুজুররা দোয়া পড়ে এই পরী তাড়াতে পারবে। আপনি ওনাদের শরণাপন্ন হন।

১০ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪৯

নাহল তরকারি বলেছেন: ইনশাল্লা। অবশ্যই যাবো।

৩| ১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৭:২০

কামাল১৮ বলেছেন: ভবিষ্যতে যখন প্রমান হবে তখন না হয় মানবেন।

১১ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৮:৫৯

নাহল তরকারি বলেছেন: আচ্ছা ভাই। ঠিক আছে।

৪| ১১ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: আপনি নিজেই কুসংস্কারের আঁধার।

১২ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৫৩

নাহল তরকারি বলেছেন: ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.