নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

আগে মনে করতাম সিগারেট খারপ ছেলেরা খায়।

০৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৫৫

আগে মনে করতাম, সিগারেট খারাপ ছেলেরা খায়। সিগারেট যারা খায়, তাদের চরিত্রে সমস্যা আছে। যে সব আকাল পক্ক পোলাপান সিগারেট খায়; তারা পরে গুন্ডা হয়, ড্রগ ডিলার হয়। আর প্রকাশ্যে যারা সিগারেট খায়; তারা অবশ্যই বাজে লোক। যেসকল ভালো লোকের সিগারেট খাওয়ার অভ্যাস আছে, তারা প্রকাশ্যে সিগারেট খায় না। যারা প্রকাশ্যে সিগারেট খায়, তাদের চরিত্রে সমস্যা আছে। খোজ নিয়ে দেখেন, তাদের সাথে মাদকব্যাবসায়ীদের লিংক আছে।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:০৮

সৈয়দ কুতুব বলেছেন: আমি আগে ভাবতাম হুন্ডা চালায় গুন্ডারা :#)

০৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০২

নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।

২| ০৭ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:২১

ধুলোপরা চিঠি বলেছেন:



পোষ্ট ভালো হয়েছে; মাষ্টার্সের পর, ৬ষ্ট শ্রেণীতে ভর্তি হয়েছেন, নাকি এখনো ভবের চরে ঘুরছেন শুধু?

০৭ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:০৫

নাহল তরকারি বলেছেন: মাষ্টার্স এর পরে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছি কিনা? এমন প্রশ্ন করায় আমি অপমানিত বোধ করছি। বেয়াদবের মত, প্রকাশ্যে সিগারেট খাওয়ার পক্ষের লোক আপনি; এটা বুঝা গেলো। সিগারেট কম্পনির লোকদের কাছ থেকে, কয় টাকা কমিশন খেয়েছেন?

৩| ০৭ ই মার্চ, ২০২৫ রাত ১১:৩৯

জনারণ্যে একজন বলেছেন: হা হা হা। মন খুলে হাসলাম অনেকদিন পর এরকম এক পোস্ট পড়ে। তরকারি সাহেবের মানসিক বয়স খুব সম্ভবতঃ নয়/দশেই আটকে আছে; এরপর আর বাড়ে নাই।

আপনাকে অপমানিত হতে দেখে নিদারুন মানসিক যন্ত্রনা পেলাম। আমার মনে হয় গাজী সাহেব বিড়ি কোম্পানির কাছ থেকে কমিশন খান, সিগারেট পর্যন্ত যেতেই পারেন না উনি।

আর ও হ্যাঁ, এই ব্লগের শতকরা ৮০% ব্লগার আপনার মতোই স্মার্ট (একাডেমিক্যালি, প্রফেশনালি এবং পার্সোনালি)।

০৮ ই মার্চ, ২০২৫ সকাল ৮:০৮

নাহল তরকারি বলেছেন: কি এমন কথা বললাম যে আমার বয়স নয় দশ এর মত আটকে আছে? বিড়িখোরদের বিরুদ্ধে বলার কারণে?

৪| ০৮ ই মার্চ, ২০২৫ সকাল ১০:০২

জনারণ্যে একজন বলেছেন: লেখক বলেছেন: কি এমন কথা বললাম যে আমার বয়স নয় দশ এর মত আটকে আছে? বিড়িখোরদের বিরুদ্ধে বলার কারণে?

- ইউ আর রাইট!

সাধে কি আর আপনাকে এতটা স্মার্ট বলি!

৫| ০৮ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:২২

রাজীব নুর বলেছেন: !!

৬| ০৯ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৩৫

শ্রাবণধারা বলেছেন: আপনার সহজ-সরল পোস্ট পড়ে বেশ আনন্দ পেলাম। এই পোস্টটা আপনি এআই দিয়ে না লিখে নিজে লিখেছেন বলে জুতসই হয়েছে।

শেষ লাইনটা সবচেয়ে মজার - খোজ নিয়ে দেখেন, তাদের সাথে মাদক ব্যবসায়ীদের লিংক আছে। হা হা :) :) আপনি খোজ নিয়েছিলেন?

৭| ০৯ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১৬

খায়রুল আহসান বলেছেন: ননসেন্স!

৮| ১০ ই মার্চ, ২০২৫ দুপুর ১:০৭

নতুন বলেছেন: যারা ধুমপান করে তারা কৌতুহল বসত অন্য মাদকও ট্রাই করে, তার মাঝে বড় একটা সংথ্যা ঐ নেশায় আপগ্রেড করে।

আবার কিছু মানুষ যেনেটিক্যালি ধুমপান, মাদক পছন্দ করে। তাদের ব্রেন ডোপেমিন রেওয়াড সিসটেম পছন্দ করে।

আবার কিছু মানুষ ছোট বেলায় পরিবারের মানুষের ধুমপান থেকে বড় হয়ে ধুমপান পছন্দ করে।

তবে আমার কাছে মনে হয়েছে যারা ধুমপান করে তাদের কমনসেন্স টা একটু কম কাজ করে। B-))

দেখবেন তারা পাশের মানুষের ধোয়ায় কস্ট হচ্ছে সেটা কেয়ার করেনা, আবার সিরাগেটার বাট টা যেখানে সেখানে মাটিতে ফেলে দেয়।

৯| ১০ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি মাঝেমধ্যে একটা-দুটো খাই। তাই বলে চরিত্র খারাপ; এটা মানতে পারছি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.