নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ঘুরতে ভালোবাসি। আমি খুব নেট পাগল। আমি নবম শ্রেণী থেকে অনার্স পযর্ন্ত নানী বাড়িতে ছিলাম।

নাহল তরকারি

আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।

নাহল তরকারি › বিস্তারিত পোস্টঃ

সালতামামি সূর্যাস্তে: বিদায়ী বছর, হারিয়ে যাওয়া সময়

১৩ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৮


সালতামামি সূর্যাস্তে: বিদায়ী বছর, হারিয়ে যাওয়া সময়

১৩ এপ্রিল ২০২৫, রবিবার | ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আজ বাংলা বছরের শেষ দিন। একটি বছরের সমস্ত সুখ-দুঃখ, পাওয়া-না-পাওয়ার হিসেব যেন আজকের এই অস্তগামী সূর্যের সাথে সঙ্গী হয়ে মিলিয়ে গেল আকাশের গহ্বরে। আমি ছাদে দাঁড়িয়ে আজকের এই বছরের শেষ সূর্যাস্ত দেখছিলাম। হালকা হাওয়া বইছে, আকাশে রঙ ছড়াচ্ছে সোনালি-কমলা আলো। ঠিক এমন এক দৃশ্য, যা শুধু চোখে নয়, হৃদয়ে অনুভব করতে হয়।

ছবিটি তুলেছি ছাদ থেকে। ক্যামেরার ভিউফাইন্ডারে নয়, বরং স্মৃতির আয়নায় বারবার ফিরে আসছে কিছু পুরোনো দিনের ছবি।

২০০৮ সালের আজকের দিন: ক্লাস এইট, জয়পুরহাট, আর একজন প্রিয় মানুষ

সে সময় আমি ক্লাস এইটে পড়ি, বাসা ছিল জয়পুরহাটে। আজকের মতোই এক চৈত্রের শেষ বিকেল। সেদিন নানা এসেছিলেন আমাদের এখানে বেড়াতে। সেই আনন্দে নানাকে নিয়ে ঘুরতে বের হয়েছিলাম। মনে আছে, সেদিনই জীবনের প্রথম বাংলালিংক সিম কিনেছিলাম। মনে হয়েছিল, যেন একটা নতুন দিগন্তে প্রবেশ করলাম—মোবাইলের মাধ্যমে যোগাযোগের নতুন এক পৃথিবীতে। ছোট্ট আমি তখন কতটা আনন্দিত ছিলাম, ভাবলেই আজ অবাক লাগে।

২০১৯ সালের আজকের দিন: শেষ বর্ষের পরীক্ষা, জ্যামে আটকে থাকা এক স্মৃতি

আবার ফিরে যাই ২০১৯ সালের আজকের দিনে। আমাদের অনার্স শেষ বর্ষের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল সরকারি তোলারাম কলেজে। পরীক্ষা মানেই চাপ, তার ওপর ভীষণ জ্যাম মেঘনা ব্রীজে। মনে নেই ইনহেলার নেওয়ার কথা—যার প্রয়োজন ছিল আমার জন্য। তবুও চেষ্টা করে মেঘনা ব্রীজ পার হয়েছি। মনে হচ্ছিল, জ্যাম যেন কুমিল্লার গৌরিপুর পর্যন্ত পৌঁছে গেছে। সেদিনের সেই ধৈর্য আর টেনশনের অনুভব আজো ভুলিনি।

আজকের এই সূর্যাস্ত: বিদায়ের আহ্বান, আশার শুরু

এই সব স্মৃতি মিলিয়ে আজকের এই সূর্যাস্ত যেন একটি মোড়বদলের সময়। বিদায়ী বছর পেছনে ফেলে নতুন বছরে পা রাখার মুহূর্ত। মনে হচ্ছে সময় যেন এক নদী—যার স্রোতে আমরা বারবার ফিরে যাই পুরোনো তীরে, আবার নতুন পথেও যাত্রা করি।

কাল নতুন বাংলা বছর শুরু হবে। নববর্ষ মানে নতুন আশার আলো, নতুন স্বপ্নের বীজ বপন। কিন্তু বিদায়ী দিনের এমন সৌন্দর্য আর স্মৃতিগুলোও সমানভাবে আমাদের জীবনের অংশ হয়ে থাকে।

শেষ সূর্যাস্তের রঙে রাঙিয়ে রাখলাম আজকের দিনটিকে, যেন আগামীকাল নতুন সূর্যোদয়ের সময়—এই স্মৃতিগুলো আবার আলো হয়ে ফিরে আসে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩১

সৈয়দ কুতুব বলেছেন: আপনার ব্লগে অতিরিক্ত ভিউ হয় খুব কম সময়ে। আবার যে ব্লগে আপনি কমেন্ট করেন সেই ব্লগের ভিউ বেড়ে যায়। আপনি কি জাদু জানেন?

১৩ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৫৭

নাহল তরকারি বলেছেন: মাজে মাজে কমেন্ট করলে এবং রিপ্লেশ মারলে ভিউ বারে।

২| ১৪ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৩৬

নাহল তরকারি বলেছেন: শুভ নববর্ষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.