![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আবারো করোনা মহামারি দেখা দিচ্ছে। এইটা নাকি আরো ক্ষতিকারক। আমি চাই এই মহামারিতে যেন আমি মারা যাই। এই করোনা হয়তো আমার মত লোকদের জন্য রহমত সরূপ। আমি বেকার মানুষ। আমি বোকা। ও স্মরণ শক্তি কম। মেধাবীরা সহজেই পড়া মুখস্ত করে ফেলে। যার কারনে তাদের সরকারি চাকরি হয়।
আমার মত প্রতিবন্ধী, যারা সরকারি চাকরি পাবে না, যারা কোটিপতি হতে পারবে না; তারা মারা যাক। যে বড়লোক হতে পারবে, যে মেধাবী, যে সরকারি চাকরি পাবে; তারা বড়লোক হউক।
২| ০৯ ই জুন, ২০২৫ রাত ৮:০৫
ফেনিক্স বলেছেন:
আপনি ড্রাইভিং শিখুন।
৩| ০৯ ই জুন, ২০২৫ রাত ৯:০৫
রানার ব্লগ বলেছেন: গতকাল শুনলাম একজন মারা গিয়েছেন।
৪| ১০ ই জুন, ২০২৫ রাত ২:০২
রবিন_২০২০ বলেছেন: আপনার ফ্রি ল্যান্সিং এর কি হলো।
বোকা হলেই কি মরতে হবে নাকি? আত্মবিশ্বাস ফিরিয়ে আনুন।
৫| ১০ ই জুন, ২০২৫ রাত ২:৫৯
কাছের-মানুষ বলেছেন: এই পৃথিবীতে সবারই দরকার আছে! সরকারী চাকরিইতো সব নয় জীবনে! আপনি নিজের মত করে বাচুন!
করোনা কোন বেদাবেদ করেনা, মেধাবী, অমেধাবী যে কাউকেই এটার্ক করতে পারে!
৬| ১০ ই জুন, ২০২৫ সকাল ৯:৫১
নতুন নকিব বলেছেন:
আপনার পোস্টটি গভীর হতাশা ও কষ্টের প্রকাশ। আপনি বোকা বা অপ্রয়োজনীয় নন—আপনি ক্লান্ত ও হতাশ। সরকারি চাকরি বা মেধাই জীবনের একমাত্র মানদণ্ড নয়। আপনার ভেতরে অন্যরকম প্রতিভা আছে, যেটা এখনো আবিষ্কৃত হয়নি।
“মরে যাওয়ার” চিন্তা নয়, আপনার দরকার সহায়তা, ভালোবাসা, এবং মানসিক স্বাস্থ্যসেবা। আপনি একা নন—অনেকেই এমন সময় পার করে, এবং তারা ঘুরে দাঁড়িয়েছে। বিশ্বাস রাখুন, আপনিও জীবনে বদল আনতে পারেন। আপনি অবশ্যই গুরুত্বপূর্ণ।
দয়া করে কারো সঙ্গে এই অনুভূতির কথা শেয়ার করুন। প্রয়োজনে হেল্পলাইনে যোগাযোগ করুন (Kaan Pete Roi – 01779554391)। এটি মূলতঃ একটি বাংলাদেশভিত্তিক ইমোশনাল সাপোর্ট হেল্পলাইন, যা মানসিক কষ্টে থাকা মানুষদের শুল্ক মুক্ত কথা বলার সুযোগ দেয়।
৭| ১০ ই জুন, ২০২৫ বিকাল ৫:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: শোককে শক্তিতে রুপান্তর করুন। আপনি ভালো মানুষ। সরকারী চাকরী ছাড়াও জীবনে অনেক কিছু আছে। আপনি সরকারী চাকুরীর চিন্তা বাদ দিয়ে নিজে কিছু করার চেষ্টা করেন। আশা করি সফল হবেন অচিরেই।
৮| ১০ ই জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৪৯
মেঠোপথ২৩ বলেছেন: করোনায় আক্রান্ত হলে ঘরে বসে না থেকে নিকটস্থ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ ব্যক্তিকে জড়িয়ে ধরুন। সমাজের উপকার করুন।
৯| ১১ ই জুন, ২০২৫ সকাল ১০:২৮
রাজীব নুর বলেছেন: চেষ্টা করে দেখুন, নিজেকে যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা যায় কিনা।
১০| ১১ ই জুন, ২০২৫ দুপুর ১২:০৩
শ্রাবণধারা বলেছেন: আপনি কোনো কারণে ভীষণ হতাশ হয়ে পড়েছেন, যা সত্যিই কাম্য নয়। আশা করি আপনি শিগগিরই হতাশা কাটিয়ে উঠবেন এবং স্বাভাবিক, সুন্দর ও সুস্থ জীবনযাপন করবেন।
সরকারি চাকরি পেলে অবশ্যই খুব ভালো হয়। আপনার জন্য শুভকামনা ও দোয়া রইল। আপনি চেষ্টা চালিয়ে যান, একদিন নিশ্চয়ই সফল হবেন।
তবে সরকারি চাকরির প্রস্তুতির পাশাপাশি কম্পিউটার, ইন্টারনেটভিত্তিক কাজ বা ফ্রিল্যান্সিংয়ের মতো ব্যবসায়িক উদ্যোগও নিতে পারেন। আমার বিশ্বাস, এখানেও আপনি সফল হবেন।
১১| ১৩ ই জুন, ২০২৫ রাত ৯:১৩
আধুনিক চিন্তাবিদ বলেছেন: আমিও বোকা। এই কলুষিত পৃথিবীতে আমারও আর বাচতে ইচ্ছা করে না। মরতে পারলে বেচে যেতাম।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুন, ২০২৫ রাত ৮:০৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনাকে হতাশাগ্রস্ত মনে হচ্ছে। আপনি যদি বুঝতে পারতেন জীবনের মূল্য নিজের মৃত্যু কামনা করতেন না।
আপনার ভাষ্যমতে, আপনি বোকা, স্মরণশক্তি কম এবং পড়া সহজে মুখস্ত হয় না। আপনি কি অধ্যবসায়ী ? টেবিলে বসে থাকতে পারেন? এগুলো কিন্তু মেধার সাথে সম্পর্কিত নয়। এগুলো প্রাকটিশের বিষয়। নিজের প্রতি আপনার আত্নবিশ্বাস কম। আপনি কোয়ান্টাম ফাউন্ডেশন লিখে ইউটিউবে সার্চ দেন। সেখানে শিথিলায়ন মেডিটেশন টা সকালে ও রাতে দুই বেলা প্রাকটিশ করেন। মন যত স্থির হবে তথ্য ধারণ তত সহজ হবে। পাশাপাশি আপনি subliminal ট্রায় করে দেখতে পারেন। মানুষের পক্ষে নিজের অবচেতন মন কে টেকনিকের মাধ্যমে কাজে লাগিয়ে পরিবর্তন সম্ভব।
আপনি আপাতত কর্মহীন যা আপনাকে পীড়া দেয়। সরকারি চাকুরি পেলে ভালো না পেলে আফসোস করা উচিত নয়। লাখের উপর মানুষ বেসরকারি চাকুরি করে সম্মানের সাথে জীবন অতিবাহিত করছে।
ইন্টেরিম সরকার চাকুরির বয়স ৩২ করেছে। আপনার তো জন্ম সাল '৯৫ মেবি। সো সময় আছে এখনো। চেষ্টা করে দেখতে পারেন। রেগুলার ১২ ঘন্টা করে একবছর সময় দেন। সরকারি চাকুরি হয়ে যাবে ইনশাল্লাহ। সামনে জুলাই আগস্ট মাসে প্রাইমারির সারকুলার আসবে। বেশি বেশি পড়েন। ১২ গ্রেডের জব।