![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
আমি যখন কাউকে উপকার করি, আমি চাই কোন মানুষ উপকার করতে না দেখুক। এর একটি কারন আছে।
আমার এক দূর সম্পর্কের ফুফু আছে। আমার আব্বুর দূর সম্পর্কের খালাত্বো ভাই বোন বা চাচাত্বো ভাই বোন হবে। আমি সে সময় নানীর বাড়িতে থাকতাম। সেই ফুফুর ছেলে বসুন্ধরা পেপার মেইলে থাকতো বিধায় আমাতের বাড়ির কাছেই বাসা ভাড়া নিয়ে থাকতো। তাদের বাড়ি মূলত দাউদকান্দি, কুমিল্লায়।
একদিন এক লোক আমার কাছে সাহায্য চায়। তখন তার সেই উপকার দরকার ছিলো। আমার তখন সময় ছিলো। আর সেই উপকার করার সামর্থ্যও ছিলো। আমি সেই উপকার করলাম। এইটা আবার সেই ফুফু দেখে ফেলে। “আমি উপকার কেন করলাম?” এই অকামের বিচার ফুফু আমার নানীর কাছে দিয়েছে। এবং নানী বিভিন্ন রকম কটু কথা শুনাতে থাকে। ফুফুর সামনেই শুনাতে থাকে। এর পর থেকে মাইন্সেরে উপকার করতে ঢর লাগে।
কাউকে উপকার করার প্রতিদান; উপকার ভোগী ব্যাক্তির কাছ থেকে পাই নাই। বয়স যখন কম ছিলো (কলেজে পড়ার সময়) খুব খারপ লাগতো, রাগ লাগতো, মনে ক্ষোভের জন্ম হতো। উপকার ভোগী, আমার বিপদে নূনতম ফিডব্যাক না পাইলেও এখন আফসোস লাগে না। বরং কেউ আমার প্রসংসা করুক, এটাই আমি চাই না।
২৯ শে জুন, ২০২৫ রাত ৯:৩৯
নাহল তরকারি বলেছেন: এখন নিজের ঢোল নিজে পিটাতে ইচ্ছে করছে না। অরান লাগে।
২| ২৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:৫০
সৈয়দ কুতুব বলেছেন: উপকার করা ভালো গুণ ।
২৯ শে জুন, ২০২৫ রাত ৯:৩৯
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।
৩| ২৯ শে জুন, ২০২৫ সন্ধ্যা ৬:৪১
রাফখাতা- অপু তানভীর বলেছেন: কেন চান না কেউ আপনার প্রশংসা করুক?
২৯ শে জুন, ২০২৫ রাত ৯:৩৯
নাহল তরকারি বলেছেন: ঐ যে। বাপ মা এর কাছে বিচার দেয়।
৪| ২৯ শে জুন, ২০২৫ রাত ৮:৫৪
এইচ এন নার্গিস বলেছেন: সত্যি তাই দুর্নাম করুক এটা যেমন ভালো লাগে না তেমন প্রশংসা শুনতে ভালো লাগে না তেমন ।
২৯ শে জুন, ২০২৫ রাত ৯:৪০
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।
৫| ২৯ শে জুন, ২০২৫ রাত ১১:১৬
ইফতেখার ভূইয়া বলেছেন: আমাদের গ্রামের বাড়িতে, একটা দরিদ্র পরিবার রয়েছে। তাদের একটি মেয়ে আমাদের সমবয়সী হবে হয়তো। নানা পারিবারিক সমস্যার কারনে, মেয়েটি গ্রামে আমার এক আত্মীয়ের বাড়িতে কাজ করতো। ছোটবেলা থেকেই মেয়েটিকে ঈদে গ্রামের বাড়িতে গেলেই দেখতাম। বেশ সহজ সরল ও ভালো। আমার দাদী যখন মৃত্যু শয্যায়, তখন এই মেয়েটি আমার দাদীকে অনেক সেবা-যত্ন করেছে বলে আমার মা ও গ্রামের আমার ঐ আত্মীয় বলেছিলেন। প্রবাসে থাকায় দাদী-র ঐ সময়টাতে আমি পাশে থাকতে পারিনি। গ্রামের ঐ মেয়েটি বেশ অসুস্থ এখন। ওর রিকশাচালক স্বামী ধার-দেনা করে মেয়েটির চিকিৎসা করেছে কিন্তু আরো সহায়তা লাগবে। এবার বাংলাদেশে এসেই বাবা-র কবর জিয়ারত করার জন্য গ্রামের বাড়িতে যাওয়ার সময় কিছু টাকা নিয়ে গিয়েছিলাম ঐ মেয়েটিকে দেয়ার জন্য। গ্রামের বাড়ির ঐ আত্মীয়ের বাসায় যাওয়ার পর মেয়েটিকে ডেকে আনা হলো। মেয়েটি আমার সমবয়সী, তাই আমার ঐ আত্মীয়ের হাত দিয়েই আমার উপস্থিতিতে তাকে টাকাগুলো দেয়া হলো যেন মেয়েটি মনে কষ্ট না পায়। টাকা পেয়ে মেয়েটি বেশ খুশি হলো তবে আমার আত্মীয় টাকা দেখে খানিক পরেই তার অসহায়ত্মের কথা বলতে লাগলেন। তাদের টাকার সমস্যা, পরিবার চালানো কঠিন ইত্যাদি ইত্যাদি। অথচ গ্রামের বাড়িতে আমার ঐ আত্মীয়দের অনেক জমি-জমা রয়েছে। গ্রামে দোতলা পাকা বাড়ি রয়েছে। খানিকটা খারাপ লাগলেও অবাক হইনি।
আসলে এ দেশের বেশীরভাগ মানুষ বেশ ধূর্ত ও নীতি বিবর্জিত। আপনার লিখা পড়ে বিষয়গুলো মনে পড়লো। ধন্যবাদ।
৩০ শে জুন, ২০২৫ বিকাল ৪:১২
নাহল তরকারি বলেছেন: এমন পরপোকারী লোক পৃথিবীতে আর নাই।
৬| ৩০ শে জুন, ২০২৫ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: টাকা দিয়ে সাহায্য করা হলো আসল সাহায্য।
বলুন কতজনকে নগদ টাকা দিয়ে সাহায্য করেছেন?
৩০ শে জুন, ২০২৫ বিকাল ৪:১৩
নাহল তরকারি বলেছেন: কয়জন কে টাকা দিয়ে সাহায্য করেছি, তার কোন হিসাব নাই।
৭| ০১ লা জুলাই, ২০২৫ রাত ১২:৩৫
ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: এমন পরপোকারী লোক পৃথিবীতে আর নাই।
আপনার উত্তরের মর্মাথ বুঝতে পারি নি। যাইহোক, সময় করে আবার মেয়েটির খোঁজ নিবো। বেশ ক'মাস হয়ে গেছে। ওর কি অবস্থা সেটা জানা প্রয়োজন। আপনার লিখা পড়েই ওর কথা মনে পড়লো। ধন্যবাদ।
০১ লা জুলাই, ২০২৫ রাত ৯:১৮
নাহল তরকারি বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।
৮| ০২ রা জুলাই, ২০২৫ সকাল ৭:৫৭
রোবোট বলেছেন: ইসলামে আছে, ডান হাতে দান করলে বান হাত যেন জানতে না পারে। ঠিক পথেই আছেন।
০২ রা জুলাই, ২০২৫ বিকাল ৪:০৭
নাহল তরকারি বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০২৫ বিকাল ৫:৪২
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কাকে কাকে কি কি উপকার করেছেন তার একটা তালিকা করেন।
আর
- কার কার কাছ থেকে কি কি উপকার পেয়েছেন তার একটা তালিকা করেন।