![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ধার্মিক। আমি সব কিছু ধর্মগ্রন্থ অনুযায়ী বিচার বিশ্রেশণ করি। আমি সামাজিক রীতিনীতি, সমাজিক কু সংস্কার, আবেগ দিয়ে কোন কিছু বিচার করি না।
ফেসবুক জুরে তিনি ভাইরাল। তাকে নাকি , তার বাপ মা খুব অত্যাচার করে। তাকে তার বাপ মা অত্যাচার করে, সেটা জানার কৌতহল হচ্ছে। সে যদি অত্যাচারিত হয়, ভিকটিম হয়, তাহলে তার মুখে ভয়ের ছাপ থাকতো। আতঙ্কের ছাপ থাকতো। তাকে খুব খুসি মনে হচ্ছে। এটাকে মিথ্যা মামলা মনে হচ্ছে।
২| ১২ ই জুলাই, ২০২৫ রাত ১১:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: অনিকেত বৈরাগী তূর্য্য@
৩| ১৩ ই জুলাই, ২০২৫ রাত ১২:১২
কু-ক-রা বলেছেন: উহা (নাহল তরকারি) সহজ ভাবে মনের কথা বলিয়াছে
উহা (অনিকেত বৈরাগী তূর্য্য) ফাতরামি করিয়াছে
উহা (সৈয়দ কুতুব) ফাতরামি দেখিয়া আনন্দ পাইয়াছে
৪| ১৩ ই জুলাই, ২০২৫ রাত ১২:৫৩
আব্দুল হাদী আল নাফী খান বলেছেন: আমরা অনেকেই বলি যে, আবেগের বশবর্তী হয়ে কিংবা প্রচলিত সামাজিক ধারণা দিয়ে কোন কিছু বিচার করিনা। কিন্তু এই মেয়ের ক্ষেত্রে মিডিয়া ট্রায়াল অনেক হচ্ছে দেখলাম। আমি ফেসবুকে নাই, তাই এই নিউজ শুরুতে পাইনি। কিন্তু আমার এক কলিগ কিছুদিন আগে যখন প্রথম ধাপে মামলা হয়, সেটার ভিডিও পাঠায়। তার বাবার নাম করে বলল যে, দেখেন ভাই উনি তার মেয়েকেও ছাড়ে নাই। আমি দুঃখিত যে আমি আমজনতার বিচারের সাথে একমত হতে পারলাম না। আমার অফিসে যে কাউকেই জিজ্ঞেস করে দেখবেন, ওর বাবা একটা চিহ্নিত সাইকোপ্যাথ। ওর বাবা বছর খানেক আমার ডিভিশনের হেড ছিলেন। জ্বালিয়ে মেরেছেন সবাইকে। কোন কাজ করতে না দিয়ে সারাদিন বসিয়ে রেখে মানুষজনের বদনাম আর খিস্তি খেউর করাই উনার একমাত্র কাজ ছিল। এরপর আবার বাসায় যাবার পরও এক দেড় ঘন্টা ফোনকল। ইদানীং ওই লোক রিটায়ার করায় মনে হয় মেয়ের উপর অত্যাচার বাড়িয়ে দিয়েছে যেহেতু অফিসের লোকদের আর পারে না। আমি সত্যিই মেয়েটির জন্য খারাপ লাগা অনুভব করছি।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০২৫ রাত ৯:৫৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমি ভাবি এর সাথে আপনার বিয়ে হলে তো অবস্থা কাহিল হয়ে যাবে।