নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

Hard Disk এর দিন শেষ।

১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৫৩




আমি লেপটপ ক্রয় করি ২০১৯ সালে। আমার হার্ডডিস্ক এর সমস্যা্ দেখা দেয় ২০২১ সালের নভেম্বর মাসে। পরে এই বছর মার্চে হার্ডডিস্ক নষ্ট হয়ে যায়। পরে আবার একটি নতুন হার্ডডিস্ক লাগাই।

পরে আমার বন্ধু আমাকে পরে Hard Disk হার্ডডিস্ক লাগাইছো কেন, SSD লাগাইতা। আমি তখন বেকুব হয়ে গেলাম। পর ইউটুব দেখে দেখে SSD এর উপকারিতা দেখতে লাগলাম।

পরে আবার ৩৫০০ টাকা দিয়ে ২৪০ জিভি এসএসডি লাগাই। আবার অতিরিক্ত ৪ জিভি মোট ৮ জিবি RAM আছে। উপর ওয়ালার ইচ্ছাতে আমার লেপটপ এখন খুব দ্রুত কাজ করে।

তবে আমার মতে GIGABYTE, TRANSEND, এর মত হাই প্রফাইল ব্রান্ড থেকে নেওয়া ভালো। আর আপনার বাড়ি যদি ঢাকা বা ঢাকা জেলার আশেপাশে হয় তাহলে আগারগাওঁ IDB ভবন কম্পিউটার মার্কেট থেকে নিতে বলা হলো। এই কম্পিউটার মার্কেট রবিবার বন্ধ থাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.