নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্ম একটি ভালো জিনিস। ধর্ম ছাড়া পৃথিবী অচল। পৃথিবীতে যখন জ্ঞানের জগৎ এ অন্ধকার নেমে এসছিলো তখনই স্রষ্ট্র ধর্মপ্রচারক পাঠিয়েছেন। রাস্তায় ট্রাফিক আইন না থাকতো তাহলে কি হতো? দুর্ঘটনা বৃদ্ধি পেতো। রাস্তায় অজারকতা দেখা দিতো। ঠিক তেমনি ধর্ম না থাকলে সব স্থানে অজারকতা দেখা দিতো। বিশৃঙ্খলা দেখা দিতো।
ধর্ম কেউ মন থেকে না মানার কারণে আজ দুর্ণীতি দেখা যাচ্ছে। সমাজে ধর্ষণ বেড়ে গেছে। পরকীয়া দেখা দিচ্ছে। পরিবারে শান্তি নাই। বেশী না অন্তত ৪০ দিন যদি আপনারা ধর্মের বিধি-নিষেদ মানেন তাহলে কিন্তু সমাজে বিশৃঙ্গলা লাগে না।
যেমন: মিথ্যা কথা না বলা, চুরি না করা, দুর্নীতি না করা, ন্যায় বিচায় সুনিশ্চিত করা ইত্যাদি প্রতিষ্ঠিত করলে সমাজে অনেক বিশৃঙ্খলা কমে যাবে।
আবর পরিবারে দিকে তাকােই। ধর্মের নিয়ম অনুযায়ী বিয়ে করলে বিবাহ শুদ্ধ হয়। এখন ধর্মে আছে অবৈধ ভাবে কারো সাথে যৌন মিলন না করা। সঙ্গীর সাথে ভালো ব্যাবহার করা, সঙ্গীকে ভালোবাসা করা। এগুলা করলে পরিবারে ৮০% সমস্যা মিটে যাবে।
তাই ধর্ম ভালা। ধর্ম কে ভালোবাসো।
©somewhere in net ltd.