নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা ছোট বেলায় পড়েছি “ঐ দেখা যায় তাল গাছ ঐ আমাদের গা.....”। এখন তাল গাছ গ্রামে সহজে চোখে পড়ে না। শহরের কথা না হয় বাদই দিলাম।
গ্রাম এখন শহরের মত হয়ে যাচ্ছে। গ্রামেও আজ পাকা রাস্তা। গ্রামে বেড়ে উঠছে পাকা বিল্ডিং ২০০৩ সালেও একটি গ্রামে মাটির ঘর আর টিনের ঘর দেখা যেতো বেশী। দালান ছিলো দু একটি।
আমাদের গ্রামে বিদুৎ চলে গেছে অনেক আগেই। ২০১৫ সালের ভিতরেই মনে হয় আমাদের উপজেলা ১০০% ঘর বিদুৎ এর আওতায় এসেছে। আমাদের এলাকেতে ডিসের লাইন চলে এসেছে ২০০৭ বা ২০০৮ এর দিকে। আর আমাদের এলাকাতে ব্রডবেন্ড ইন্টারনেট এসেছে ২০১৬ সালের নভেম্বর বা ডিসেম্বর এ।
আর কি লাগে?? আমাদের উপজেলা তে অনেক কিন্ডারগার্ডেন স্কুল ও আছে।
শহরের বেশী ভাগ সুযোগ সুবিধা গ্রামে পৌছে গেছে।
২| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৪১
ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার গ্রাম এখনও গ্রামই আছে বলা চলে। রাস্তা হয় নি। মাত্র ৭কিলোমিটার রাস্তার জন্য গত অন্তত ২০ বছরেও মেইন রোডের সাথে কানেকশন হয়নি। মাত্র কয়েক বছর আগে পল্লীবিদ্যুত এসেছে ঠিকই, তবে রাস্তায় আলো নেই। আর বাড়ি গুলিতে সন্ধ্যা থেকে রাত ৮/৯টা পর্যন্ত বিদ্যুৎ থাকে।
আমার গ্রামে বেড়াতে যাওয়ার গল্প পড়তে পারেন এখানেঃ Click This Link
৩| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩১
রাজীব নুর বলেছেন: আপনি কি গ্রামের উন্নতি চাইছেন না? ঝেড়ে কাশুন।
৪| ২৭ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: দুই বছরের জন্য ৫টি তাল গাছ ভাড়া নিয়েছি।
দুটিতে মাচা বানাবো, দুটিতে বাধবো দোলনা।
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২২
সাড়ে চুয়াত্তর বলেছেন: গ্রামের রাস্তা-ঘাট ও অন্যান্য নাগরিক সুবিধা শহরের মত হলে অসুবিধা নাই। কিন্তু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ যেন গ্রামের মতই থাকে।