নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

পাসওর্য়াড

২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৮:২৬



জনস্বার্থে আমার এই পোস্ট প্রথম পৃষ্ঠাতে আনুন।

২০১১ সাল। তখন আমি এসএসসি দিয়ে ইন্টারে ভর্তি হই। তখন আমাদের দেশে 2G ছিলো। Nokia 5130 ছিলো সে সময়ের স্মার্ট ফোন। এই মোবাইল দিয়ে অনেকের ফেসবুক একাউন্ট খুলে দিছি। যাদের যাদের ফ্রি ফেসবুক একাউন্ট খুলে দিয়েছিলাম তারা কেউ পরে পাসওয়ার্ড মনে রাখতে পারে নাই। পরে এরাই আবার কম্পিউটার এর দোকানে দিয়ে ১০০ টাকা দিয়ে ফেসবুক একাউন্ট খুলে এসেছে।

আবার তাদের একাউন্ট ছিলো খুব সহজ। যেমন মোবাইলৈ নম্বরের শেষের ৬ ডিজিট। জন্ম তারিখ। ইত্যাদি।

পাসওর্য়াড যাতে হ্যাক না হয় সে জন্য কিছু করতে হবে। যেমন:

০১। পাগলা পাসওয়ার্ড দিতে হবে। যা সহজে অনুমান করা যাবে না। যেমন vGjncidhfsaj114vv?#@.

০২। মাসে অন্তত একবার পাসওর্য়াড পরিবর্তন করিতে হবে।

০৩। 2 Step Verification খুলে রাখলে ভালো হয়।

০৪। সাইবার ক্যাফে অবশ্য এখন কেউ যায় না। তারপরেও সাইবার ক্যাফে থেকে আসার আগে লগ আউট করে নিতে হবে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৩

উদারত১২৪ বলেছেন: খুব ভালো

ফাঁসির আগ মূহুর্তে সায়্যিদ কুতুব রহঃ

২| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৮

রাফখাতা- অপু তানভীর বলেছেন: খুব বড় উপকার হইলো :D

৩| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৩৯

নাহল তরকারি বলেছেন: Very Good.

৪| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পাগলা পাসোয়ার্ড় দিয়ে একবার আমি নিজেই ভুলে গিয়েছিলাম

৫| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৯:১০

ইসিয়াক বলেছেন: কয়টা আইডি খুলেছেন ;)

৬| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৩৭

ঢাকার লোক বলেছেন: ভালো উপদেশ, তবে পাগলা পাসওয়ার্ডের যে নমুনা দিয়েছেন সেটি মনে রাখতে বাবার নাম ভুলে যেতে হবে ! আবার মাসে মাসে বদলাতে হবে !

৭| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১০:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবথেকে সহজ পাসওয়ার্ড আমার ভুলি সবথেকে বেশি।

৮| ২৮ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: হুম।

৯| ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ৩:২৯

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার পাসওয়ার্ড ম্যানেজার বলছে আমি ১২০০+ ওয়েব সাইটে রেজিষ্টার্ড। তার মধ্যে প্রায় ২০০ সাইট আমি নিয়মিত (মাসে অন্তত তিনবার) ভিজিট করি; প্রায় ৪০০ সাইটে আমি মোটামুটি অনিয়মিত (তিন মাসে একবার) এবং বাকি ৬০০ সাইটে কালেভাদ্রে একবার দুইবার ভিজিট করি।

কতগুলির পাসওয়ার্ড প্রতি মাসে চেঞ্জ করবো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.