নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: কুং ফু পেন্ডা।
যে কোন সিনেমা তে ভিলেন একজন গুরুত্বপূর্ন পার্ট। ভিলেন ছাড়া ছিনেমা, লবন ছাড়া তরকারি। সব ছিনেমাতেই ভিলেন এর এন্ট্রি সুপার হিট হয়। তাদের এন্ট্রিতে একটা ভাব আছে। আছে এর্নাজি। ভিলেনের এন্ট্রি দেখলে আমার মনে একটা ভাব আসে।
আর হিরো এন্ট্রি তেমন ভালো লাগে না। হিরো সব সময় পিডান খেয়ে আধা মরা হয়ে যায়। আর ভিলেন খালি হিরো কে পিাডায়।
২| ০৯ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:০০
রানার ব্লগ বলেছেন: কথা সত্য নায়োক খালি দাঁত ক্যলিয়ে বেড়ায় আর ভিলেনের এন্ট্রিতে লোকজন নড়েচড়ে বসে । ওটা বেশ ধামাকার হয় ।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪২
রাজীব নুর বলেছেন: বাংলা ছবি থেকে বেড়িয়ে আসুন। তখন নায়কের এন্ট্রি ভালো লাগবে।
৪| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৪
বিটপি বলেছেন: হিন্দি সিনেমায় কেবল হিরো ভিলেনকে পিটায়। ভিলেনের মেশিনগানের ব্রাসফায়ার হলে একটা গুলিও সামনে দাঁড়ানো নায়কের গায়ে লাগেনা, কিন্তু হিরোর পিস্তলের এক এক গুলিতে ভিলেনের ৫/৬ জন করে লোক মারা যায়।
©somewhere in net ltd.
১| ০৯ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩৪
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাই , এখন কে যে নায়ক আর কে যে ভিলেন তাই বুঝা যায়না। সবাইতো পিডায়।