নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

ঈদের জামা কাপড়।

২২ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৩০


সাল ২০১৪। রোজার ঈদে বাজারে বাহির হয় পাখি ড্রেস। এই পাখি ড্রেস সে সময়ের বেশ চাহিদা সৃষ্টি হয়।

সে সময় পাখি ড্রেস পরিধান করা আমেরিকা রাষ্ট্রপতি হওয়া থকেও সাফল্য মনে করা হতো।

তখন একটা খবর দেখছিলাম। এক কিশোরী পাখি ড্রেস না পেয়ে আত্মহত্যা করেছে।

এখন সামান্য একটি জামা কে প্রধান্য দেওয়া ঠিক হয় নি৷ বাংলাদেশে মানুষ থেকে হুজুগের দাম বেশী।

আর রোযা রেখে নতুন জামা ক্রয় করাটা আমার কাছে খুব বিরক্ত লাগে। ঈদ একটি ধর্মীয় উৎসব হলেও বিদেশে কিন্তু এই দবনে তেমন বাড়াবাড়ি করে না। যেমন আমরা কি করি? নতুন জামা ক্রয় করি, ঈদে বাড়ি যাই, ঈদের দিন প্রচুর টাকা অপচয় করি।

বিদেশে কিন্তু ঈদের দিন নতুন জামার জন্য কান্দে না। বা তাদের বাড়ি যাবার জন্যও তাড়া নেই। তারা রমজানে টাকা দান করে ঠিক, নিজের চিত্ত বিনোদনের জন্য অতিরিক্ত টাকা খরচ করে না।


তা ছাড়া ঈদ কাদের জন্য? যারা এক মাস রোজা রেখে পাপ মুক্ত হয়েছে ঈদ তাদের জন্য।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৪০

শাহ আজিজ বলেছেন: নিজে কিনবেন না তাই বলে অপরকে নিরুৎসাহিত করাটা অন্যায় ।




আমি নিজের জন্য দুটো প্যান্ট বানাতে দিয়েছি ।

২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১৩

ইমরোজ৭৫ বলেছেন: আমি অন্যকে ঈদের কাপড় ক্রয় করার জন্য নিরুৎসাহিত করছি না। বরং একটি কাপড়ের জন্য আত্নহত্যা করতে না করছি।

২| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১০:১৩

অধীতি বলেছেন: আপনি কোন দেশে থাকেন জানিনা। বিদেশে মানে ইউরোপে তো দেখি বড় দিনে অনেক আনন্দ করে। নতুন জামা কাপড় পড়ে। যেই দেশের প্রধান উৎসবে সেই দেশের মানুষ অনেক আনন্দ করে। আমি কখনো বিদেশ যাইনি। আমাদের দেশের প্রধান উৎসব ইদ, কোরবানি, দূর্গা পূজা।

২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১৫

ইমরোজ৭৫ বলেছেন: ইউরোপে বড় দিনে আনন্দ করে ঠিক। কিন্তু বাংলাদেশের মত গরিব দেশের জন্য এত আনন্দ ফূর্তি করাটা বেমানন। আনন্দ করুক। সমস্যা নাই। আনন্দ করার প্রক্রিয়াটা বেমানান।

৩| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১০:১৭

ঊণকৌটী বলেছেন: যে কোন দেশেই উৎসব অনুষ্ঠানে ব্যয় দেশের অর্থনীতির ক্ষেত্রে মাহাত্ম্য রাখে তাই এইটা জরুরী

২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১৬

ইমরোজ৭৫ বলেছেন: মাত্রারিক্ত ব্যায় ব্যাক্তি বিশেষের জন্য ক্ষতি।

৪| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১০:২৬

আশিকি ৪ বলেছেন: ঈদ আমাদের প্রধান ধর্মীয় উৎসব। করুকনা একটু শপিং। তবে মিউজিক চালিয়ে কোকাকোলা সাহরি নাইট টাইপ বিষয় গুলো রমজানের পবিত্রতা নষ্ট করছে বলে মনে হচ্ছে।

২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১৬

ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন।

৫| ২২ শে এপ্রিল, ২০২২ রাত ১১:১৬

রাজীব নুর বলেছেন: ঈদ সবার জন্য। রোজা না রাখলে ঈদ করা যাবে না এই ফতোয়া দেওয়া ঠিক না।

২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১৭

ইমরোজ৭৫ বলেছেন: আমি কি ফতোয়া দিয়েছি?

৬| ২৩ শে এপ্রিল, ২০২২ ভোর ৫:০৬

শায়মা বলেছেন: আমি তো এখনও এই বুড়িকালেও ঈদের জামা জুতা শাড়ি চুড়ি কিনবোই কিনবো।
ঈদে নতুন জামা পোলাওকোরমা এসব না হলে কি ঈদ ঈদ লাগে!!!

বিদেশে সে অন্য কথা। কিন্তু দেশে থেকে ঈদের দিন বাসায় বসে থাকবো গোমড়া মুখে পুরান জামা পরে? তা হবে না তা হবে না। :)

২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:১৮

ইমরোজ৭৫ বলেছেন: আপনি জামা কিনেন সমস্যা নাই। তবে একটি পাখি জামার জন্য আত্নহত্যা করিয়েন না।

৭| ২৩ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:২৬

শায়মা বলেছেন: আরে না পাগল নাকি!

পাখি জানা তখনও কিনিনি জিবনেও কিনবো না।

আমি স্বদেশী পন্য কিনে হও ধন্য।

বাংলাদেশের বস্ত্রশিল্পই আমার ফ্যাশন! :)

২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:২৩

ইমরোজ৭৫ বলেছেন: তাইলে ঠিক আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.