নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুরুষ সেজে এক মেয়ে তার চাচী কে বিয়ে করেছে। এটা কেমন কথা? নিজের মা-বাবা, মামা মামী, খালা-খালু, চাচী-চাচা, নানা-নানী, দাদা দাদী, বোন, বোনের সন্তান, ভাই এর সন্তান এই ধরনের লোকদের বিয়ে করার চিন্তাই আসে কি করে? আমরা তো মানুষ। আমাদের চেতনা বোধ আছে। আমরা তো যা ইচ্ছা তা করিতে পারি না। এধরনের কাজে কি মেয়েটির বিবেকে বাধলো না।
আর চাচী কেন পরকীয়া প্রেমে লিপ্ত হলো? ছেলে বা মেয়ে পরকীয়া যে করুক এটা খারাপ জিনিস। এত করে নিজ সঙ্গীর সাথে বাটপারি করা হয়। যে আপনাকে বিশ্বাস করে তার সাথে বাটপারি করা ঠিক না। পরকীয়া দরকার হলে বিয়ে করবেন না। বা নিজ সঙ্গী কে তালাক দিয়ে তালাক দিয়ে নতুন সঙ্গীকে বিয়ে করেন। এটা আইনস্ধি। পরকীয়া আইনসিদ্ধ না।
এখন পরীক্ষা দিতে যাচ্ছি। এসে আপনাদের রিপ্লাই দিবো।
২৮ শে মে, ২০২২ রাত ৯:০৫
ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন।
২| ২৮ শে মে, ২০২২ সকাল ৮:৪০
রানার ব্লগ বলেছেন: আপনার সমস্যা কোথায় পরকিয়ায় না মেয়ে ছেলে সেজে বিয়ে করেছে!
২৮ শে মে, ২০২২ রাত ৯:০৬
ইমরোজ৭৫ বলেছেন: মমস্যা ০১। চাচী কেন পরকীয়া করবে? স্বামী পছন্দ না হলে তালাক দিক।
সমস্যা ০২। চাচীকে কেন বিয়ে করবে?
সমস্যা ০৩। সমকামীতা।
৩| ২৮ শে মে, ২০২২ সকাল ৯:০৪
জ্যাকেল বলেছেন: এটা কি অথেনটিক কোন সুত্র থেকে আসছে?
৪| ২৮ শে মে, ২০২২ সকাল ৯:৩০
খাঁজা বাবা বলেছেন: এসব যারা করে তারা উন্মাদ। ( সম লিংগে প্রেম)
২৮ শে মে, ২০২২ রাত ৯:০৭
ইমরোজ৭৫ বলেছেন: ঠিক।
৫| ২৮ শে মে, ২০২২ সকাল ৯:৩১
শায়মা বলেছেন: একটা মেয়ে পুরুষ সেজে বিয়ে করলো আরেকটা মেয়েকে আর সে বুঝলোই না!!!!!!!!!
এত বড় গাধী মেয়ের কচু গাছে গলায় দড়ি......
২৮ শে মে, ২০২২ রাত ৯:০৭
ইমরোজ৭৫ বলেছেন: ঠিক।
৬| ২৮ শে মে, ২০২২ সকাল ১০:৩৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: লেসবিয়ান। চাচিটা কেমন বোকা! ভালোভাবে হাতিয়ে দেখবে না ছেলে না কি মেয়ে!
২৮ শে মে, ২০২২ রাত ৯:০৭
ইমরোজ৭৫ বলেছেন: হা হা হা।
৭| ২৮ শে মে, ২০২২ দুপুর ১২:০১
ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনি মেয়ের পরকীয়ার বিরুদ্ধে কথা বলেছেন? সাহসতো কম না। ওপড়ায় খবর গেলে আপনাকে কচুকাটা হবে। একটা মেয়ে যদি তার স্বামীতে সন্তুষ্ট না হয়ে অন্য কাউকে ভালোবাসে, সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন না। এই দোষ সম্পূর্ণটাই ঐ স্বামীর, যে বউকে খুশি রাখতে পারেনি। একটা মেয়ে একজনের সাথে বিবাহ হয়েছে বলে কি সেখানেই পড়ে থাকবে? তাকে কেন বন্ধী করা হবে? - নারীবাদীপুরা
একটা মেয়ে তার নিজের লিঙ্গের কাউকে ভালোবাসে, আর সেটাকে আপনি অপরাধ হিসাবে দেখছেন? আপনারতো লজ্জায় মরে যাওয়া উচিৎ। - রঙধনুভাপুরা
২৮ শে মে, ২০২২ রাত ৯:০৮
ইমরোজ৭৫ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।
৮| ২৮ শে মে, ২০২২ দুপুর ১২:৫৮
রানার ব্লগ বলেছেন: শায়মা @ মনে হয় মেয়েটি সেগুন গাছের তক্তার মতো মসৃন !!!
জ্যাকেল @ গতোকালকের সংবাদপত্রে আসছে এই নিউজ । ওনার সেই লিংক টা শেয়ার করা উচিৎ ছিলো ।
খাঁজা বাবা @ শুধু মানুষ না এই গুন অন্যান্য প্রানীতেও আছে । মনে হয় জীব রহস্যের আরো একটি রহস্য এই সম প্রেম !!!
২৮ শে মে, ২০২২ রাত ৯:০৯
ইমরোজ৭৫ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।
৯| ২৮ শে মে, ২০২২ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: অদ্ভুত।
সমাজে যে কত কিছু ঘটে!!!
২৮ শে মে, ২০২২ রাত ৯:০৯
ইমরোজ৭৫ বলেছেন: পৃথিবীটাই অদ্ভত।
১০| ২৮ শে মে, ২০২২ বিকাল ৫:১৫
ভার্চুয়াল তাসনিম বলেছেন: কি একটা অবস্থা!
২৮ শে মে, ২০২২ রাত ৯:০৯
ইমরোজ৭৫ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।
১১| ২৮ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: পত্রিকার লিঙ্ক না দেয়াতে বুঝতে সমস্যা হয়েছে। পত্রিকা পড়ে জানতে পারলাম যে ঐ চাচি বিবাহের পরেও নাকি বুঝতে পারেননি যে তার কথিত বর আসলে একটা মেয়ে। ঐ চাচি মনে হয় আগে কোন পুরুষকে ভালো করে দেখেনি তাই পুরুষ আর মহিলার পার্থক্য করতে পারছে না সে।
এই যুগে অনেক সময় কোনটা ছেলে আর কোনটা মেয়ে বোঝা ভার।
২৮ শে মে, ২০২২ রাত ৯:১০
ইমরোজ৭৫ বলেছেন: কমেন্ট করার জন্য ধন্যবাদ।
১২| ২৮ শে মে, ২০২২ রাত ১০:২৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পৃথিবীটাই অদ্ভত।
আসলে পৃথিবীর মানুষ গুলো অদ্ভুত।
১৩| ২৮ শে মে, ২০২২ রাত ১১:১৬
শেরজা তপন বলেছেন: এমনটা কি আসলেই হয়েছে???
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০২২ সকাল ৮:৩৯
বিটপি বলেছেন: আপনার পোস্টের মাথামুন্ডু কিছুই বুঝতে পারিনি? এটি কি আযাচার, সমকামিতা, পরকীয়া নাকি ব্যভিচার? চাচী মামী ভাবী - এদের সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হলে তা অযাচার নয়।