![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কিছুদিন আগের কথা । অর্থনৈতিক মন্দায় চাকরি হারিয়ে এক পিতার মন খুবই খারাপ । একদিন বাসায় ফিরে দেখলেন তার ৫ বছরের মেয়ে খুব দামী একটা সোনালী রঙের র্যাপিং পেপার কেটে কেটে একটা বাক্স মোড়াচ্ছে । টাকা পয়সার এমন দুর্দিনে এই অপচয় দেখে তিনি তাকে আচ্ছামত বকলেন । মেয়েটির তাতে একটু মন খারাপ হল কিন্তু নিশ্চুপ রইল ।
কিছুক্ষণ পর বাবার কাছে এসে বললঃ বাবা এই নাও তোমার উপহার !!
সোনালী রঙের র্যাপিং পেপারে মোড়া উপহার বাক্সটি দেখে লোকটি একটু লজ্জাই পেলেন । খানিক আগে না বুঝেই মেয়েকে কতই না বকা দিয়েছেন ।
কিন্তু বাক্স খুলতেই পুরানো রাগটা দ্বিগুণ হয়ে ফিরে এল । কারণ বাক্সটা যে খালি । তিনি খুব কর্কশ ভাবে বলে উঠলেনঃ খালি বাক্স দিয়ে উপহার দেয়ার অভদ্রতা কে শিখিয়েছে তোমাকে ??
বাবার ভৎসনায় মেয়ের চোখে জল টলমল ।
মেয়েটি বললঃ বাবা আমি তো তোমাকে অনে্ক অনেক ভালবাসি । তাই আমার ভালাবাসার সমস্ত চুমুগুলো ঐ বাক্সে ভরে তোমাকে উপহার দিয়েছি । তুমি আরেকটু ভালভাবে দেখ । দেখবে বাক্সটি খালি নয় !!!
বাবা মেয়ের কথা শুনে ভীষণ লজ্জিত হলেন ।
মেয়েকে জড়িয়ে ধরে বললেনঃ মামনি !! আমার ব্যাবহারের জন্য আমি খুবই দুঃখিত ।
তার অল্পদিন পরেই এক মর্মান্তিক দুর্ঘটনায় মেয়েটি মারা গেল । স্ত্রী তিনি আগেই হারিয়েছেন তারপর হারালেন মেয়ে । শোকে পাথর । কিন্তু না তিনি শোকের পাহাড়ে চাপা পড়লেন না । বরং মেয়ের সেই উপহার বাক্সের বদৌলতে সমস্ত শোক কাটিয়ে উঠলেন । নিজের বিছানার পাশে সবসময় সেই বাক্সটি রাখতেন । যখনই তার মন খুব খারাপ কিংবা অস্থির লাগত ; তিনি বাক্সটি খুলতেন । মেয়ের কাল্পনিক ভালবাসার চুমোয় তার মন সিক্ত হয়ে যেত । সেই সাথে তার সমস্ত খারাপ লাগা দূর হয়ে যেত ।
হূম্মম্ম......... এই গল্পটা ইন্টারনেটে অনেকেই পড়েছেন । এর মুল কাসুন্দিটা কি ??
পৃথিবীতে সুখী হওয়ার অনেক অনেক ফর্মুলার কথা বলা হয়েছে ; কিন্তু কোনটা কার কত কাজে এসেছে তা নিয়ে ঢের বিতর্ক আছে ।
তবে সুখ নামক মরীচিকাকে যদি আসলেই ধরতে হয়; তবে মনে হয় তিনটি অদৃশ্য উপহার বাক্স আপনার সাথে রাখতেই হবে
১) বিধাতার ভালবাসা
২) নিজ পরিবারের ভালবাসা
৩) বন্ধুদের ভালবাসা
এই ভালবাসাগুলো ছাড়া জীবন হল এক শুন্য গোলাকারে অর্থহীন ভাবে ভাসমান অন্তঃসারশূন্য দিনলিপি !!!
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৫ বিকাল ৪:০৭
পেন্সিল স্কেচ বলেছেন: (y)