![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়মনসিংহ শহরে শুক্রবার ভোরে যাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে নারী শিশু সহ ২২ জন নিহত হয়েছে। টিভিতে দেখলাম লাশগুলো ট্রাক থেকে স্বজনদের দেয়া হচ্ছে । ঠিক যাকাতের কাপড়ের বিতরণের মতই । তথাকথিত মধ্যম বা নিম্ন মধ্যম আয়ের দেশে ৩০০/ ৪০০ টাকা দামের কাপড় দিয়ে লজ্জা নিবারন করতে গিয়ে পায়ের তলায় চাপা পড়া এই লাশগুলিই আমার স্বজাতি । এইভাবে পিঁপড়ার মত প্রাণহানি দেখে চোখে একটু জলই আসল । বাংলা লিঙ্কের দামে এ দেশে এখন লাশের দাম ।
যাকাতের আসল উদ্দেশ্য কি ? আপনি আপনার সম্পদ থেকে যাকাত দিবেন, তাই তো !! আর যাদেরকে দিবেন তারা যেন আপনার যাকাতে স্বাবলম্বী হতে পারে । মানে পরবর্তীতে সেই ব্যাক্তির যেনো আর হাত পাততে না হয় এবং সে নিজেই দান সাদাকা করতে পারে। কথা ছিল ! এভাবেই দারিদ্রতা বিমোচন হবে।
তাইলে গণহারে শাড়ী দিয়ে আপনি আসলে কাকে স্বাবলম্বী করছেন ?? শতশত ব্যক্তিকে শাড়ী লুংগি দেয়ার নাম আর যাই হোক যাকাত নয়। যাকাতের প্রকৃত শিক্ষাটা আসলে এইসব নামবাজী টাকাওয়ালারা জানতেও চান না ! এদের দরকার প্রচার্। যাকাতের মাধ্যমে নিজের প্রচার করতে চান এবং পরে স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হতে চান বা এলাকায় প্রভাব বিস্তার করতে চান ।
তাছাড়া আপনি হাজার হাজার লোককে যাকাত দিবেন ভাল কথা । যেখানে সেখানে তা কি দিতে পারবেন ?? ক্রাউড ম্যানেজমেন্ট এর একটা ব্যাপার আছে । আপনাকে পর্যবেক্ষণের জন্য যথেষ্ট লোক রাখতে হবে । যারা যাকাত নিবেন সারিবদ্ধ ভাবে তাদের দাঁড় করাতে হবে । প্রবেশ আর প্রস্থানের মুখ প্রশস্ত আর আলাদা হতে হবে । একাধিক হলে উত্তম । তাছাড়া প্রবেশের পর সবাই একদিকে গেলে হবে না বরং দুই বা তিন মুখী করে দিতে হবে । গার্মেন্টস এ আগুন লাগলে কয়টা লোক আসলে আগুনে মারা যায় ?? খুব কম । ৮০% থেকে ৯০ % লোক মারা যায় বের হতে গিয়ে মানে পায়ের চাপা পড়ে । মনে রাখতে হবে মানুষের এই ধরনের বিপদের সময় তার বিচার বুদ্ধি কাজ করেনা সবাই তখন এক একটা দিকভ্রান্ত পশু । তাই প্রতি বছরই আমরা এই ধরনের ঘটনা শুনি আর উট পাখি হয়ে মুখ গুঁজি ।
মধ্যম আয়ের দেশ- উচ্চ আয়ের দেশ এইসব অর্থহীন গবেষণা না করে স্বাধীনতার এই ৪৪ বছর আমাদের উচিত ছিল কিভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায় তা গবেষণা করা । জনসংখ্যাই এই দেশের প্রধান সমস্যা । তার জন্যই এই বিশাল দারিদ্দ্রতা । আর হতদরিদ্দ্র মানুষের জীবন এ দেশে রাস্তার কুকুর বিড়ালের মতই অর্থহীন।
হে আল্লাহ !! তুমি এই চরম ভাগ্য বঞ্ছিত বাসন্তীদের ওপাড়ে তে শান্তিতে রেখো ।
©somewhere in net ltd.