![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইমাত্র পাওয়া খবর মোতাবেক "টাইগারস ডেন" খ্যাত বাংলালিঙ্কের
গুলশানস্থ হেডকোয়ার্টারে বাংলালিঙ্কের কিছু সংখ্যক সুশৃঙ্খল কর্মী
কর্তৃক আজ ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রোজ বুধবার থ্রিজি লঞ্চিত
হয়েছে। বিশ্বস্ত সুত্রমতে গতকাল দিবাগত রাত ৯ টা ৩০ মিনিটে থ্রিজি
প্রথমবারের মত লঞ্চিত হয়। এসময় বাংলালিঙ্কের কর্মীরা থ্রিজিকে প্রথম
লাথি মারে (Kick off)। এরপর পুনরায় পরদিনই গভীর রাতে
আবারো থ্রিজিকে লঞ্চিত করা হয় রাজধানীর বিলাশবহুল হোটেল
ওয়েস্ট ইন এ। দুইদিনের ব্যাবধানে এটা থ্রিজির তৃতীয়বারের মত
লঞ্চিত হওয়ার ঘটনা। আরো জানা যায় এই ঘটনাটিতে বাংলালিঙ্কের
নেতৃস্থানীয় ব্যক্তিদের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন আছে। গতকাল থ্রিজিকে
লঞ্চিত করে বাংলালিঙ্কের কর্মীরা উল্লাসে ফেটে পরে। তারা দৃঢ় প্রত্তয়
ব্যাক্ত করে এই বলে যে, এখন থেকে দেশের যেকোন স্থানেই থ্রিজিকে
লঞ্চিত (launched) করা হবে। এ ব্যাপারে তারা কোন প্রকার
ছাড় দিবে না।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
বাতায়ন এ আমরা কজন বলেছেন: ভাই, লঞ্চিত হোক সমস্যা নাই, লাঞ্চিত না করলেই হয়।
এদেশে কতকিছু লঞ্চিত হয়, কিন্তু জনগণ শুধু হয় বঞ্চিত।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
একাকী সমুদ্রে বলেছেন: ১২ মেগাবাইট/সেকেন্ড মানে ১২*৮=৯৬ এমবিপিএস। গঞ্জিকা সেবন করিছেন নাকি জিপি থেকে টাকা পাইছেন?
৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮
আদরসারািদন বলেছেন: একাকী সমুদ্রে বলেছেন: ১২ মেগাবাইট/সেকেন্ড মানে ১২*৮=৯৬ এমবিপিএস। গঞ্জিকা সেবন করিছেন নাকি জিপি থেকে টাকা পাইছেন?
৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৯
বলেই ফেলি বলেছেন: বাতায়ন এ আমরা কজন বলেছেন: ভাই, লঞ্চিত হোক সমস্যা নাই, লাঞ্চিত না করলেই হয়।
এদেশে কতকিছু লঞ্চিত হয়, কিন্তু জনগণ শুধু হয় বঞ্চিত।
৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩২
সম্রাট আকবর বলেছেন: বাংলালিঙ্ক HSPA + সার্ভিস দিচ্ছে, যা থ্রিজি এর সর্বতকৃষ্ঠ সার্ভিস। তবে এত স্পীড সাধারন ভাবে সবার মাঝে দেয়া সম্ভব না। বিভিন্ন প্যাকেজে সার্ভিস স্পীড বিভিন্ন হবে।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
ভোরের সূর্য বলেছেন: ভাই একাকী সমুদ্রে এবং আদরসারািদন যেহেতু গ্রামীনফোন নিজেদের মধ্যে ৩জি শেয়ার করছে তাই তারা নিজেদের ফুল ডুপলেক্স ব্যান্ডউইথ ব্যাবহার করেছে।আমরা শেয়ার ব্যান্ডউইথ ব্যাবহার করতে করতে এমন অবস্থা হয়েছে যে ফুল ডুপলেক্স বলে যে কিছু আছে সেটা ভুলেই গেছি।
৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
কস্কি বলেছেন: খালি ভাঙাচুরা লিঙ্খ না ………………… সবাই ই (জিপি, রবি, এয়ারটেল) থ্রিজি ট্রায়াল দিচ্ছে !!
আর এরা হগ্গলতে মিল্লা টেলিটকরে চুর বানাইয়া পলান্তিছ খেল্তাছে
এর এই ফাঁকে টেলিটক থ্রিজি ও বগুড়ার টকদই খাইয়া, মামুর বেটা গো রাজশাহী তে বাঁধ ভাইঙ্গা অংপুরের পথে
এই হইলো হালচাল থ্রিজি ওরফে নতুন বউয়ের!!! :!>
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
একাকী সমুদ্রে বলেছেন: @ভোরের সূর্য: ভাই ফুলডুপ্লেক্সের জিনিস আমাকে শেখানর দরকার নাই। আমি আপানার কমেন্টের পর উইকি থেকে পড়লাম। আপনি পড়বেন। ৯৬ এমবিপিএস Dual-carrier HSDPA লাগবে। এর জন্য হার্ডওয়্যার অনেক পরিবর্তন করতে হবে। আমার মনে হয় না কোন কোম্পানি তা করবে।
হ্যা টেলিটক ৩জি অনেক আগাইয়া গেছে অন্যগুলার এই অবস্থায় আসতে ৩-৪ মাস লাগবে।(জিপির অবস্থা আমি দেখতেছি কি করে তারা। অন্যগুলা যেই ঘোষণা দিছে তা আশাব্যাঞ্জক না)। টেলিটক গত একবছর ধরে নেটওয়ার্কের আপগ্রেড করে গেছে। এখন শুধু সুইচগুলো অন করতেছে।তাই প্রতিদিন নতুন নতুন জেলাতে ৩জি দিতে পারতেছে ।শেষ খবর পাওয়া পর্যন্ত ৮-৯টি জেলাতে তাদের ৩জি শুরু হয়ে গেছে। কিন্তু সমস্যা হল তাদের নেটওয়ার্ক সারা বাংলাদেশে নাই।তাদের নেটওয়ার্ক সারা বাংলাদেশে বসাতে হবে নাইলে এই ৩জি এর কোন দাম নাই। পুরো বাংলাদেশে তাদের নেটওয়ার্ক দিতে ১-২বছর লেগে যাবে নেটওয়ার্ক আরও আপগ্রেড করতে হবে । যদি তাতেও টেলিটকের নেটওয়ার্ক ভাল হয় তাতেও আমার খুশি হমু।
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
অন্ধকারের রাজপুত্র বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম ভাই মনে হয় ১২ এমবিপিএস বলতে চেয়েছেন.. (12 Mbps = 1.5 MBps)
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৭
একাকী সমুদ্রে বলেছেন: আমারও একই কথা মনে হয় @অন্ধকারের রাজপুত্র
১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬
ভোরের সূর্য বলেছেন: @একাকী সমুদ্রে আপনি HSPDA চলে গেছেন। আসলে জিপি HSPA+ দিবে।আর কারিগরি যে হার্ডওয়্যার অনেক পরিবর্তন করতে হবে সেটা সংশ্লিষ্ট কোম্পানী করবে।ওরা করবে কি না করবে এটা আপনার বা আমার ভাবাভাবির বিষয়ে নাই। ২জি থেকে যখন ৩জ তে যাবে তখন কারিগরি পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ বিষয়।এটা করতে বাধ্য।আমি আসলে এতদিন আপনার কমেন্ট দেখিনি।দেখলে আরো আগেই উত্তর দিতে পারতাম।কিন্তু এর মধেই অলরেডি জিপি তাদের HSPA+ এর ঘোষনা দিয়েছে।
ভাই আপনাকে আমি কোথাও বলিনি যে ডুপ্লেক্স শেখানোর কথা।আপনাকে শেখানোর ক্ষমতা আমার নাই।আমি শুধু মনে করিয়ে দিয়েছি যে একটা কোম্পানী নিজেদের মধ্যে টেস্ট এর জন্য ব্যান্ডউইথ ব্যবহার করতে পারে তার মানে এই না যে সেটা কমারশিয়ালি দিবে পাবলিক কে।আর একসময় আমি নিজেও এই ব্যাবসার সাথে জরিত ছিলাম তাই আমার সেই স্বল্প জ্ঞান থেকে বলছি ৯৬ এমবিপিএস কেন আরো অনেক ব্যান্ডউইথ ব্যবহার করতে হবে জিপি কে।এটা কেবল শুরু মাত্র।সেক্ষত্রে কারিগরি উন্নয়ন কোন ব্যাপারই না যেখানে বিলিয়ন ডলারের ব্যাবসা।
জিপির কাছে টেলিটক তো কিছুই না সেখানে টেলিটক শুরুতেই ৪এমবিপিএস ব্যান্ডউইথ দিতে পারছে সেখানে জিপির কাছে ১২এমবিপিএস কিছুই না।আর করপোরেট গ্রাহকদের চাহিদা অনেক বেশি থাকে।টেলিটক যদি তাদের ১৮/১৯লাখ গ্রাহক দের কথা চিন্তা করে ৪এমবিপিএস দিতে পারে তাহলে গ্রামীনের ৪কোটি গ্রাহকদের কথা চিন্তা করে কি পরিমান ব্যান্ডউইথ ব্যাবহার করবে এবং করতে যেয়ে কারিগরি উন্নয়ন করবে সেটা বলার অপেক্ষা রাখেনা।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, গ্রামীনফোন আরো এক সপ্তাহ আগেই থ্রি জি কে লঞ্চিত করেছে, এখন তারা জিপি হাউসে H+ দিয়ে ১২ মেগাবাইট/সেকেন্ড এ ডাউনলোড করছে !!!