| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিগুলো ফেইসবুক পেইজটির এই লিঙ্ক থেকে নেয়া
![]()
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ‘তোমরা কোনো অন্যায় কাজ দেখলে হাতে বাধা দাও; সম্ভব না হলে মুখে বাধা দাও; তাও যদি সম্ভব না হয় তাহলে অন্তরে ঘৃণা করে দূরে সরে থাকো। তবে এটা হচ্ছে দূর্বল ঈমানের পরিচয়।
![]()
যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও তা গণনা করা যাবে না।
যারা কুফুরী করে, তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি আল্লাহর সামনে কখনও কাজে আসবে না। আর তারাই হচ্ছে দোযখের ইন্ধন।
সূরা আল ইমরান আয়াত ১০
এরাই হলো সে লোক (যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে )যাদের সমগ্র আমল দুনিয়া ও আখেরাত উভয়লোকেই বিনষ্ট হয়ে গেছে। পক্ষান্তরে তাদের কোন সাহায্যকারীও নেই। সূরা আল ইমরান আয়াত ২২
![]()
ছেলেমেয়েদেরকে প্রথমে ইসলামি জ্ঞানে জ্ঞানী করে তারপর দুনিয়াবী ও পার্থিব শিক্ষা দেই। দুনিয়াবী শিক্ষা দেয়া ইসলামে নিষেধ নেই। কিন্তু কোন শিক্ষাটাকে অগ্রাধিকার দেব তা লক্ষণীয় বিষয়। আপনি আল্লাহর হুকুম ও নবী (সাঃ) তরীক্বায় থাকিয়া ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি বানান। কোন অসুবিধা নেই আর এসব ছেড়ে আকাশে পৌঁছালে ও কোন উপকার হবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। (Collected)
![]()
হে আমাদের পালনকর্তা, আমাকে নামায কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া।
সুরা ইবরাহিম, আয়াত-৪০
![]()
তোমরা ইহসান করো। কেননা আল্লাহতায়ালা ইহসানকারীদের ভালোবাসেন। সূরা বাকারাঃ ১৯৫
নিশ্চয়ই আল্লাহতায়ালা ইহসানকারীদের সাথে আছেন। আনকাবুতঃ ৬৯
![]()
আপনি বলুনঃ আমার নামায, আমার কোরবাণীএবং আমার জীবন ও মরন বিশ্ব-প্রতিপালক আল্লাহরই জন্যে।
ছবিগুলো ফেইসবুক পেইজটির এই লিঙ্ক থেকে নেয়া
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৩
ইমতি২৪ বলেছেন: যা যা কা আল্লাহ
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
মাসুদ মারুফ বলেছেন: ধন্যবাদ