| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

রুদ্রে লিখেছিলো “ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো।” এই গানের অন্যরকম একটা মিনিং যদি এমনটা হয় যে, আর কোন দিন না হবে দেখা না থাকবে যোগাযোগের চেষ্টা। নিতান্তই ভুলতে না পারলে চিঠি লিখে আকাশে ভাসিয়ে দেয়া।
বাচ্চুই বা কেন গাইলেন “শেষ চিঠি কেনো এমন চিঠি হয়?” তবে কি শেষ চিঠি না এলেই ভালো হতো?
শেষ বলে দেবার পরও তাই সব শেষ হয় না।কলম চলে। চিঠির পাতা বাড়ে।
তাই শেষ বলে কিছু নেই, শেষ যেখানে যেন শুরু সেখানে।
অব্যাক্ত কথাই তাই শেষ কথা।
না পৌছানো চিঠিই তাই শেষ চিঠি।
A letter that was neither been delivered nor been published ![]()
২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬
ইমতি২৪ বলেছেন:
Thanks Brother
২|
২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৫
সিগনেচার নসিব বলেছেন: শেষ চিঠি শেষ কথা বলে কোন কিছু নেই !!
তবু ও কিছু থেকেই যায়
২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৮
ইমতি২৪ বলেছেন: ঠিক বলেছেন ভাই
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৯
মো: মাহাদী হাসান বলেছেন: হুম,যে টা পৌছে সেটা শেষ চিঠি না।
অব্যাক্ত কথাই শেষ কথা।
না পৌছানো চিঠিই তাই শেষ চিঠি।