![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝরা পাতায়
..........................
যাচ্ছি সরে দূরের অজানায়
মৃদু হাওয়ায়, স্রোতের টানে
ঝরে যাওয়া শুঁকনো পাতায়।
ঝরা পাতা।
রিক্ত- রুক্ষ, মরা পাতা।
বসন্তে ধরায় এসে
হালকা সাজে সবুজ রঙে
সুবাসিত ফুলের পাশে
বেধেছিল যে আত্মার বাধনে
সেই আজ ঝরা পাতা
রুক্ষ শীতের আগমনে
হলদে রঙের শোকগাথা।
রুক্ষ প্রকৃতির ন্যায়
জীবনেও এসেছে শীতের তীব্রতা
প্রাণহীন ভালবাসায় তাই
ভেসে চলছে জীবন
ঝরে যাওয়া শুকনো পাতায়।
ইমতিয়াজ হোসেন
[email protected]
১২. ১১. ২০১৪
©somewhere in net ltd.