![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন বৃষ্টি ঝরেছিল অঝরে
রাঙা বোশেখের প্রথম সন্ধায়
তোর নয়ন কেঁদেছিল আমার নয়নে
উষ্ণ ঠোটের আলিঙ্গনে কেঁপেছিল হৃদয়।
তারপর বোশেখ রঙ হারিয়েছিল
হাতে গুজে দেওয়া তোর কাগজখানি
দমকা হাওয়া হয়ে ফিসফিসিয়ে বলেছিল
ঝড় নামবে! তবুও খুলিনি।
সন্ধের ঝাপসা আলোয়
নির্বাক চোখের নোনায়
তোর রাঙা চরণদুটো মিলিয়ে গেলো
রেখে গেলো বোশেখের মাতাল রাত্রি।
বোশেখ ঝড়ে মাতাল রাত্রি
নিভু নিভু প্রদীপের আলোয়
ভেজা পত্রে বলেছিলিঃ
'শেষ দেখা,শেষ বিদায়'!
ইমতিয়াজ হোসেন
২৬.০৭.২০১৫
©somewhere in net ltd.