![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
আমার সব পুরনো ভুলের দিব্যি,
নতুন ভুলের পসরা সাজাব না আর।
পুরনো সব ঘুমপাড়ানি গানকে,
ফিরিয়ে দেব ঘুমপাড়ানোর অধিকার।
কবিতায় খোঁজ মাত্রা-ছন্দের ভুল।
আমি শুধু এইতো লিখেছিলাম,
দখিনা হাওয়ায় উড়ছে তোমার চুল।
আমি হারিয়ে যেতে পারিনা,
হারালেই খোঁজে বের কর আমায়।
আমি কান্না ভুলে গেলেই,
সব হৃদয় কান্নায় ভরে যায়।
আমার সব পুরনো ভুলের দিব্যি,
ভুল হবেনা নতুন কবিতায়।
ভুল ভুলে গিয়ে হয়ত দেখব,
পৌঁছে গেছি সঠিক ঠিকানায়।
©somewhere in net ltd.