![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
বদলে গেছ তুমি অনেকখানি।
বদলে গেছ তুমি পৃথিবীর মত,
উষ্ণায়ন কিংবা বিশ্ব অর্থনীতিতে মন্দার প্রভাবে,
বদলে যাওয়া পৃথিবীর মত,বদলে গেছ তুমি।
বদলে গেছ, তুমি আদর্শবাদীদের আদর্শের মত।
দামি গাড়ি হাকিয়ে আসা ,
সমাজতন্ত্রের নেতাদের মত,বদলে গেছ তুমি।
বদলে গেছ তুমি,
ধর্ম কিংবা অধর্মের মত।
সাকার নিরাকারের মিশ্রনে তৈরি
ধর্ম কিংবা ধর্মমতের মত বদলে গেছ তুমি।
যে চোখ দেখত নীল আকাশ,
আজ তা বিষণ্ণ বাস্তবতা খুজে বেড়ায়।
কর্পোরেশনের গাড়ির মত সকাল বিকালে
বাস্তবতাগুলো খুঁড়িয়ে নেয়।
আলোতে বসে অন্ধকারের তপস্যায় আজ তুমি।
অনেকখানি,হ্যা অনেকখানি বদলে গেছ তুমি।
©somewhere in net ltd.