![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
হে বিপ্লবী,হে সত্যের বাহক একবার শুধু এসো।
তোমার বিপ্লবের মশাল ছুঁইয়ে দাও
অসংখ্য মানুষের হৃদয়ে,এই পথ-ঘাঁট ,মাঠ প্রান্তরে।
আর একবার শুধু শুনিয়ে যাও সেই অগ্নিসুর,
যে সুর বেজে উঠেছিল রক্ত আর ভালবাসায়।
কয়েকটি বুলেট স্তব্দ করে দিয়েছিল তোমায়।
সেই স্তব্দতা থেকে জন্ম নেয়া পঙক্তিমালা,
রচিত করেছে এক অমর কবিতা,
বিপ্লব বিদ্রোহে অবিনশ্বর।
ভেদাভেদহীন সমাজ,সাম্যময় সমাজ,
মানবতার স্পর্শ প্রাপ্ত কয়েকটি সপ্ন।
একঝাক বুলেট রঙিন করেছে সেই সপ্ন।
তোমার সপ্নে বেঁচে রবে তুমি চিরকাল।
প্রতিটি ভোরের সূর্য তাই আজও ছড়িয়ে যায়
তোমার ভালবাসার সপ্নদের।
প্রতিটি ভোর আজ বাহক বিপ্লব-বিদ্রোহের।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭
ৎঁৎঁৎঁ বলেছেন: চে, মহান চে !
চের প্রতি আপনার কাব্য ও ভালোবাসাকে শ্রদ্ধা।