নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

যাদের জন্য বিশ্ব না হোক অন্তত বাংলাদেশ গর্ব করতে পারে

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩২

আমরা যারা তরুন প্রজন্ম আমি তাদের কথাই বলছি।আমাদের কাছে দেশ মানে একটি আবেগের নাম।দেশ নিয়ে অনেক চিন্তা আমাদের মধ্যে।আমাদের চেষ্টা থাকে এমন একটি কাজ করার যা নিয়ে দেশ গর্ব করতে পারে। কিন্তু এই দেশে এমন একটি রাস্তাও খোলা নেই যার মধ্য দিয়ে আমরা সঠিক লক্ষ্যে পৌছাব।

আজ যদি একটা ছেলে সুস্থধারায় রাজনীতি করতে চায়,তাহলে সে ঠিকতে পারবেনা।আমাদের নেতারা চান সবাই তাদের কথায় চলুক,তাদের পকেটের লোক হয়ে থাক।কিন্তু আপনারা কি এটা বিশ্বাস করবেন আপনাদের চেয়ে আমাদের ধ্যান ধারনা অনেক আধুনিক।তাহলে আপনারা আমাদের চিন্তা ভাবনা গুলো কেন গ্রহন করবেন না?

মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের আবেগটা দেখুন।আমাদের একটাই চাওয়া ছিল,সেটা হল যুদ্ধাপরাধীদের বিচার।আমরা যুদ্ধ দেখিনি,কিন্তু চেতনা লালন করছি।কিন্তু আপনারা যারা যুদ্ধ দেখেছেন তাঁরা আজ যুদ্ধের আদর্শ ভুলে গেছেন।

আজ আমাদের লেখকদের সমাজ নিয়ে কোন চিন্তা নেই।লেখক কবিদের সবাই আজ বিভিন্ন দলের অনুগত।একটা নতুন লেখক,নতুন কবিকে আপনারা সুযোগ করে দিচ্ছেন না।তারপরও দেখুন আমরা কিন্তু সুযোগ করে নিচ্ছি।

আমরা কি চাই তা আপনারা ভেবে দেখেন নি।আমাদের সুযোগ করে দিন,দেখুন আমরা কি করতে পারি।

আমরা আমাদের গর্বে বাংলাদেশকে গর্বিত করতে চাই।

বাংলাদেশী বংশোদ্ভূত,বিদেশে জন্ম ও বেড়ে উঠা তরুণদের সাফল্যে ইদানিং পত্রিকাগুলোর বুক গর্বে ফুলে উঠছে।তাদের নিয়ে বিশাল ফিচার করা হচ্ছে।অথছ তারা বাংলা ভাষাটাই বলতে পারেনা।দেশ বলতে হয়ত বাংলাদেশ নামক দরিদ্র দেশটাকে চিন্তাও করেনা।

আপনারা এ দেশের আলো হাওয়ায় বেড়ে উঠা তরুণদের নিয়ে লিখুন।একটু খুজে দেখুন এমন অনেক তরুন এ দেশে রয়েছে যাদের জন্য বিশ্ব না হোক অন্তত বাংলাদেশ গর্ব করতে পারে।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৭

অনিমেষ রহমান বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার চাই।

১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩

ইমতিয়াজ ইমন বলেছেন: যুদ্ধাপরাধী মুক্ত বাংলাদেশ চাই

২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৩

ইউসুফ আলী রিংকূ বলেছেন: আমরা আমাদের গর্বে বাংলাদেশকে গর্বিত করতে চাই।

আপনারা এ দেশের আলো হাওয়ায় বেড়ে উঠা তরুণদের নিয়ে লিখুন।একটু খুজে দেখুন এমন অনেক তরুন এ দেশে রয়েছে যাদের জন্য বিশ্ব না হোক অন্তত বাংলাদেশ গর্ব করতে পারে।

ভালো লাগলো

১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩

ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাল লেখা..ভাল লাগা ভাই

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

ইমতিয়াজ ইমন বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমারও ভাল লাগল।ধন্যবাদ

৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৯

মরু বালক বলেছেন: .
.

..
.
আমরা যুদ্ধ দেখিনি,কিন্তু চেতনা লালন করছি
ভাই হাত পা ধরি, চেতনার ট্যাবলেট আর খাওয়ায়েন না, চেতনাধারিদের জ্বালায় না পারি পড়তে না পারি খাইতে.......

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

ইমতিয়াজ ইমন বলেছেন: চিৎকার করে চাই অধিকার,
ভাবিনা আমরা কে দাবিদার।
কোন সভ্যতা প্রজনন করি,কি আমার দায়ভার।

বেশি করে খান,বেশি করে পড়ুন।ভবিষ্যতে ভালো চাকরী পাবেন।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৩

দি সুফি বলেছেন: লেখা ভাল লাগল।
তবে ভাই, কেউ কাউকে সুযোগ করে দেয়না। নিজে থেকেই সুযোগ আদায় করে নিতে হয়।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৮

ইমতিয়াজ ইমন বলেছেন: সুযোগ করে নেয়ার চেয়ে কি সুযোগ করে দেয়াটাই কি শোভন নয়?

৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১

দি সুফি বলেছেন: লেখক বলেছেন: সুযোগ করে নেয়ার চেয়ে কি সুযোগ করে দেয়াটাই কি শোভন নয়?

হয়ত শোভন! একটা কথা আছেঃ "this is a cruel world!" - আসলেই অনেক ক্রুয়েল। কেউ কাউকে সুযোগ করে দিবেনা। তাই নিজের সুযোগ নিজেকেই আদায় করে নিতে হবে। সুযোগ পাওয়ার অপেক্ষায় বসে থাকলে চলবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.