![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
আমরা দ্রুত হারিয়ে যাব বন্ধু।
সূর্যকে মেঘের ঢেকে দেয়ার দৃশ্য আর দেখবনা,
আর দেখবনা বৃষ্টির পর,জেগে উঠা রংধনু।
বন্ধু ,সন্ধ্যে বেলার অদ্ভুত আলো আর দেখবনা।
আমরা হারিয়ে যাব গাড় অন্ধকারে।
নীল আকাশটা শেষ বারের মত দেখে নে।
ঐ দিকে থাকা,দেখ শর্ষেক্ষেতে হলুদের মেলা,
একটি শালিক,দুইটি শালিক,অনেকগুলো পাখি।
বেঁচে থাকতে এখানে পারবিনা,
হায়নার সাথে নিরস্ত্র হাতে বেশীক্ষণ লড়া যায়না।
দেশ আজ হায়নায় ভরে গেছে,
বাঁচতে চাইলে তোকেও হায়না হতে হবে,পারবি?
তারচেয়ে চল হেরে যাই,লড়াই না করেই,
জীবনে মাঝে মাঝে হারতে হয় বন্ধু।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩
আনু মোল্লাহ বলেছেন: ভাল।