নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

গোলটেবিল বৈঠক শেষে পাওয়া বাদামী খাম

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

বাংলাদেশে নিবন্ধনকৃত এন জি ও(NGO) এর সংখ্যা ৫৮,০০০ ।৫৮,০০০ NGO উন্নয়নের ধোঁয়া তুলে নিজেদের পকেট ভারী করে চলেছে।

বাংলাদেশে পতিতাবৃত্তির সাথে জড়িত নারীদের সংখ্যা ১০০০০০।NGO গুলোর প্রতিটা যদি পতিতাবৃত্তির সাথে জড়িত দুইজন নারীর দায়িত্ব নেয় তাহলে পতিতাবৃত্তি বিলুপ্ত হয়ে যাবে।কিন্তু না আমরা গোল টেবিল বৈঠকে বিশ্বাসী জাতি।তাই পতিতাবৃত্তি নির্মূল নিয়ে হাজার হাজার গোল টেবিল বৈঠক হচ্ছে,কিন্তু এর কোন সমাধান হচ্ছেনা।এটা তো সোনার ডিম দেয়া হাস।এটা সমাধান করলে কি নিয়ে আলোচনা করব। আলোচনা শেষে আলোচকবৃন্দ কঠিন ভুরিভুজ করে তৃপ্তির ডেকুর তুলেন।অনেক আলোচনা সভা শেষে আবার আলোচকবৃন্দের হাতে একটি খাম ধরিয়ে দেয়া হয়।আলোচকেরা খাম টিপে কল্পনা করেন খামের ভেতর কত টাকা থাকতে পারে।

আমাদের দেশে দারিদ্র্য বিমোচন নিয়ে যতগুলো আলোচনা সভা হয়েছে এবং তাতে যে পরিমাণ টাকা ব্যয় করা হয়েছে, তা দিয়ে মনে হয় দারিদ্র্য দূর করা যেত।

দারিদ্র্য যে পন্য হতে পারে এবং তা রপ্তানি করে যে বিশাল টাকা আয় করা সম্ভব তা আমাদের দেশের NGO গুলো ভালভাবেই প্রমান করেছে।

এগিয়ে যাক NGO মানবতাবাদ।

যাই হোক আমিও নিজেকে গোল টেবিল বৈঠকের ভাবা শুরু করেছি।কথার সমাপ্তি টানলাম।বলেই আমার দায়িত্ব শেষ।আপনারা একটু দেখবেন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

বোরহান বলেছেন: ৫৮,০০০ NGO মিলে কয় লাখ মানুষের কর্মসংস্থান করেছে সেটাও ভাবা দরকার। কিছু কিছু NGO উন্নয়নের ধোঁয়া তুলে নিজেদের পকেট ভারী করে চলেছে ঠিক, তবে অনেক NGO আছে যারা প্রোজেক্ট শেষ হবার পরও ওই টাকা থেকে কর্মচারীদের বেতন ভাতা দিয়ে যাচ্ছে।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

ইমতিয়াজ ইমন বলেছেন: প্রোজেক্ট তো শুধু ফাইল আর বিদেশী দাতাদের দেখানো ছবি আর ভিডিওতেই সীমাবদ্ধ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.