![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
আমি অরণ্যচারী কিংবা গুহাবাসী নই,
আমি বাস করছি এই সমাজেই।
তাই আমি সহ্য করতে পারিনা,বলে ফেলি।
তাই ইচ্ছে হয়,সবকিছু পাল্টে ফেলি।
অসংখ্য ফুল এনে দিয়েছি এই সমাজের পায়ে,
বার বার বলেছি তুমি ভাল হয়ে যাও সমাজ।
আমার কথা সমাজ কখনও শুনে নি,
সমাজ তার নষ্ট সন্তানকে শুধু আগলে ধরে আছে।
একদিন ফুরিয়ে যাবে সব,
এই সমাজ, এর নষ্ট সন্তানেরা।
বিপন্ন ভালোবাসাকে জাগিয়ে তুলবে কোন তরুণী।
অনেক ভালোবাসায় একটি ঠোঁটের স্পর্শ,
আবার জেগে উঠবে প্রেম, আমাদের পুরনো হৃদয়।
©somewhere in net ltd.