নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

হৃদয় দহন

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩০

সবচেয়ে ভালো জামাটা গায়ে চাপিয়ে,

দাড়িগোঁফ,হাতের নখ, শরীরের ময়লা

সব পরিষ্কার করে উনি বেড়াতে যাচ্ছেন।

যাওয়ার সময় বউ হাতে ধরিয়ে দিল

গাছের কচি লাউ আর সবচেয়ে ভালো মোরগটা।



অনেক ঝক্কি ঝামেলা শেষে উনি পৌঁছালেন,

উনার ধনী আত্মীয় হাসিমুখে অভ্যর্থনা জানালেন।

আত্মীয়ের বউ বিরক্তমুখে লাউ আর মুরগির দিকে তাকালেন।

একটু পরেই স্বামীকে পাশের রুমে ডেকে নিয়ে বললেন,

"কতদিন থাকবে এই উটকো ঝামেলা।"



একদিন পর গৃহকর্তা কথায় কথায় বললেন,

"কাজকর্ম ফেলে বসে আছো, সমস্যা হবেনা?"

স্থূল ইঙ্গিতে বুঝিয়ে দিলেন তার বিরক্তির কথা।

পরের দিন সকালে উনি গ্রামে ফিরে আসলেন।



অনেক গল্প করলেন তার ধনী আত্মীয়ের,

তাকে কিভাবে অনেক যত্ন আত্তি করেছে।

হাসিমুখে সবার কাছে তার ধনী আত্মীয়ের গল্প করলেন।

রাতে যখন ঘুমাতে গেলেন, তখন বউ দেখল,

তার স্বামীর লজ্জা আর বেদনার অশ্রু।



মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

রাইসুল নয়ন বলেছেন: বাস্তবতা !!!
আপনার কলমের ধাঁর আছে ভাই ।।
শুভকামনা রইলো,
ভালো থাকুন ।।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.