![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
জন্ম হয়েছিল জলের উপর, একটি ছোট্ট নৌকোতে।
মায়ের কাতরানোতে নৌকাটার অসম্ভব দুলুনি,
একটি টিম টিম করে জ্বলা হারিকেন,
বাবার উদ্বিগ্ন মুখ, আর কিছু জলের শব্দ।
এইতো আমার জন্ম, মায়ের মুখে শোনা জন্মের স্মৃতি।
শৈশব কেটেছে নৌকার গলুইয়ে বসে,
জলের সাথে খেলা করে, জলের গান শুনে।
স্থলের সাথে আমার শৈশবের কোন স্মৃতি নেই,
স্থলের উপর আমার শৈশবের কোন অধিকার নেই।
সারি সারি বাধা অনেকগুলো বেদে নৌকা,
রাতের আঁধারে একটু করে আলো বিলাচ্ছে
সল্প আলোর সেই টীম টীম করে জ্বলা হারিকেন।
আমাদের ছানি পরা সমাজ চোখ বুজে সেই আলোয়।
একবার চিন্তা করে দেখতো তুমি সেখানে,
তোমার শৈশব,কৈশোর মানে একটি নৌকা।
তোমার জীবন আর মৃত্যু ধারন করছে একটি নৌকা।
ভাবতে অবাক লাগলেও এভাবেই বেঁচে আছি এখানে।
আমার সীমাবদ্ধতায় এই অসীম জল জীবন,
আমার ক্ষুদ্রতায় আমি, জলকে করেছি আপন।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২২
shfikul বলেছেন: +++