| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমতিয়াজ ইমন
কবিতায় শুরু কবিতা শেষ
আমার ফেসবুকে প্রোফাইল পিকচার এ চে গুয়েভারা'র ছবি দেয়া ছিল । তা দেখে জনৈক একজন আতংকের সাথে বললেন যে, 'এই ছেলে তো বামপন্থী, নাস্তিক।' বাম'রা যে ইদানীং আতংকের বিষয় হয়ে দাঁড়িয়েছে তা বুঝলাম। কিন্তু একটা ব্যাপারে খটকা লাগলো বামের সাথে নাস্তিকতা আসবে কেন?
মানুষজন একটা ব্যাপার ধরেই নিয়েছে যে, সমাজতন্ত্র মানেই নাস্তিকতা। আমি যদিও ধর্ম কট্টর ভাবে পালন করিনা কিন্তু নিজেকে নাস্তিক বলার মত সাহস আমার নেই। আর আমি নিজেকে বাম হিসেবে দাবিও করিনা। আমি লক্ষ্য করে দেখেছি যে আমার মাঝে এখনও পুঁজিবাদী মনোভাব বিপুল বিক্রমে তার ঝাণ্ডা উড়াচ্ছে।
বেশিরভাগ বামদের মধ্যেই এটা বিদ্যমান, যদিও তারা ব্যাপারটাকে সযত্নে এড়িয়ে যান।
নাস্তিকতা ব্যাপারটার সুবিধা হচ্ছে, নিজের মত করে নিয়ম তৈরি করে নেয়া যায়। নাস্তিকতা একটি ব্যাক্তিগত ব্যাপার হলেও মানুষজন বর্তমানে একটি দল কিংবা একটি তন্ত্রের সাথে এটা জুড়ে দিয়েছে।
আর বামদলগুলো এই ফাঁদে পড়েছে। বাংলাদেশে বামদের পিছিয়ে থাকার পিছনে এটা একটি বড় কারন। এই ধারণা যতদিন না ভুল প্রমাণ করা যাবে ততদিন ব্যাপারটা বামদের পিছিয়ে নেবে।
মানুষের মাঝথেকে এই ধারনা দূর করতে হবে যে, সমাজতন্ত্র মানেই নাস্তিকতা নয়। আর বাম কর্মীদেরও এ ব্যাপারে সচেতন থাকতে হবে। ধর্ম যেখানে একটা স্পর্শকাতর ব্যাপার, সেখানে ধর্মের বিরুদ্ধে গিয়ে কিছু করা যাবেনা।
আমি নিজের মধ্যে আগে সাম্যবাদ স্থাপনের চেষ্টা করছি। যেদিন মনে করব যে আমি আমার মাঝে সাম্যবাদ প্রতিষ্ঠা করতে পেরেছি, সেদিন আমি নিজেকে বামপন্থী হিসেবে দাবি করবো।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫
ইমতিয়াজ ইমন বলেছেন: আসলেই জানার শেষ নেই। তার মানে দুনিয়ার সব নারী জন্মগত ভাবে বাম?
২|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮
উড়োজাহাজ বলেছেন: কই বামরা তো এ কথা বলে না। বরং তারা নাস্তিক হিসেবেই তাদের পরিচয় দিতে পছন্দ করে। আপনার কথা মানবো কেন? আপনি তো বাম নন।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০১
ইমতিয়াজ ইমন বলেছেন: বাম হওয়ার জন্য কি পেছনে লেজ নিয়ে জন্মাতে হবে
৩|
২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: মাওলানা ভাসানি বাম রাজনৈতিক
কমরেড আব্দুল হক , মনিসিং , ভারতের নেতাজি সুবাস চন্র বসু
কই তারা তো নাস্তিক ছিলনা । ছিল তাদের মধ্য মহান আদর্শ
কিয়ামত পর্যন্ত তাদের নাম ইতিহাসে থাকবে স্বর্ণাক্ষরে । আর বর্তমানে
হয়ত এদের মধ্য আদর্শ বা সেই অনুসরন নেই , কেন সেটাও আমার
বোধগম্য নেই ।
ধন্যবাদ
২৫ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১
ইমতিয়াজ ইমন বলেছেন: নতুন বাম কর্মীরা যতটা না বাম আদর্শ অনুসরণ করে , তার চেয়ে বেশী নাস্তিকতা নিয়ে কথা বলে। আপনার এই মন্তব্যটা তাদের পঢ়া উচিত।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: বাম শব্দটি আদম আ এর সঙ্গিনী মা হাওয়া আ এর
কেননা আল্লাহ পাক হাওয়া আ কে বাম পাজর থেকে বানালেন
বাম অর্থ সঙ্গিনী , প্রিয়া , বা প্রিয়জন ।
বুঝতে অসুবিধা হল
এক অর্থে দুনিয়ার যত পুরুষ মানুষ বিয়ের পর সব বাম পন্থি ।
ধন্যবাদ