নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

ডক্টরেট দেশদ্রোহীরা, তাদের নামের তালিকা

২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

পূর্ব পাকিস্তানে যখন পাকিস্তান বাহিনী মেতে উঠে হত্যার উৎসবে, ঠিক তখনি আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক সহযোগিতার হাত বাড়িয়ে দেন পাকিস্তানী হানাদারদের প্রতি। এইসব দেশদ্রোহীরা যেমন শিক্ষক সমাজকে কলঙ্কিত করেছে তেমনি জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বিশ্বাসঘাতকতার নতুন মাত্রা দিয়েছে। এইসব দেশদ্রোহীরা স্বাধীনতার পর সুশীল ব্যাক্তির বেশ ধরে। তাদের প্রতি ঘৃণা, যারা নিজের দেশের দেশকে রক্তাক্ত করেছিল।

নীচে নামের তালিকা এবং স্বাধীনতার পর তাদের অবস্থান দেয়া হল।



১ ডঃ কাজী দীন মোহাম্মদ - অধ্যাপক, ঢাবি



২ ডঃ মুস্তাফিজুর রহমান - অধ্যাপক, ঢাবি



৩ এ কে এম আব্দুর রহমান - অধ্যাপক, ঢাবি



৪ ডঃ আব্দুর বারী - চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন



৫ ডঃ সাইফুদ্দিন জোয়ারদার



৬ ডঃ মকবুল হুসেন



৭ কবীর চৌধুরী - জাতীয় অধ্যাপক



৮ ডঃ গোলাম ওয়াহেদ চৌধুরী -অধ্যাপক, ঢাবি



৯ ডঃ রশিদুজ্জামান -অধ্যাপক, ঢাবি



১০ ডঃ এ কে এম শহিদুল্লাহ -অধ্যাপক, ঢাবি



১১ ডঃ শামছুল ইসলাম -অধ্যাপক, ঢাবি



১২ ডঃ আব্দুল জব্বার -অধ্যাপক, ঢাবি



১৩ ডঃ মাহবুব উদ্দিন আহমেদ -



১৪ আশকার ইবনে শাইখ -নাট্যকার টেলিভিশন ও বেতার



১৫ ডঃ শাফিয়া খাতুন



১৬ ডঃ এস এম ইমামুদ্দিন



১৭ ডঃ গোলাম সাকলায়েন -অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়



১৮ আজিজুল হক - অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়



১৯ শেখ আতাউর রহমান -অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়



২০ সোলায়মান মণ্ডল -অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়



২১ জিল্লুর রহমান -অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়



২২ কলিম এ সাবারাসী -অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়



২৩ আহমেদ উল্লাহ খান -অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়



২৪ ডঃ মোহর আলী -

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩

চ।ন্দু বলেছেন: শুধু তথ্য দেয়া বোকামী যদি প্রমান না থাকে। প্রমান ছাড়া তথ্যের কি কোন মূল্য আছে?

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০১

ইমতিয়াজ ইমন বলেছেন: গোলাম আযম রাজাকার। এখন যদি আপনি আমাকে বলেন প্রমান দিন তাহলে কি বলব।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

ধৈঞ্চা বলেছেন: একটা মনে হয় বাদ পড়ল,
ডক্টর মখা

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: ডঃ অর্থ যিনি সমাজ কল্যান মুলক কর্ম নিয়ে গবেষণা করে
যে বিষয়ে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী ।

তুমি কে মিথাবাদি এরা ডঃ কিনা কি বিষয়ে লিংক দাও
নয়ত পোস্ট বাতিল কর বাংলার প্রধান মন্ত্রির জামাই যে ডঃ শেটা
তোমার জানা আছে ।

৪| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

মরু বালক বলেছেন: .
.
.
৭ কবীর চৌধুরী - জাতীয় অধ্যাপক


খাইচেরে ......
সালফিউরিক এসিড দিয়ে এখনো ধোয়া হয় নাই !!!!!

৫| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৫

শয়ন কুমার বলেছেন: "লেখক বলেছেন: গোলাম আযম রাজাকার। এখন যদি আপনি আমাকে বলেন প্রমান দিন তাহলে কি বলব।"আফনের এই মন্তব্যের জবাব দিচ্ছিঃ

71 হত্যাকান্ডের কারিগর হানাদার বাহিনীর দোষর রাজাকার বাহিনীর লিডার যে ধৃত জামাত নেতারা এব্যাপারে কোনই সন্দেহ নাই ।
’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে।রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল তাদের লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।।হানাদার বাহিনী আর তার এদেশীয় দোষরেরা শুধু রণক্ষেত্রেই তাদের সশস্ত্র তৎপরতা সীমিত রাখেনি। তারা নির্বিচারে যুদ্ধের সঙ্গে সম্পর্কহীন নিরীহ, নিরপরাধ নিরস্ত্র বেসামরিক নারী-পুরুষ ও শিশু হত্যা করেছে। ধৃত জামাত নেতারা ৭১ এ গণহত্যাকারী রাজাকার বাহিনীর লিডার রূপে কাজ করেছে ,যে রাজাকার বাহিনীর কাজেই ছিল বাঙালীর উপর নির্বিচারে গনহত্যা চালানো , বাঙালী মা বোনের ইজ্জত লুন্ঠন করা আর হানাদার বাহিনীর অপারেশনে সাহায্য করা ।রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল তাদের লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।

বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ X(( X(( X((


[sbরাজাকারদের সংখ্যা আরও বৃদ্ধি করার জন্য পাক সরকারের কাছে গোলাম আজমের অনুরোধঃ



[sb১৯৭১ এর গনহত্যাকারী ধর্ষক সেই আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর আহ্ববানঃ


২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি তথ্যসুত্র দিচ্ছি, এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাবেন। পরে চেষ্টা করব আরও বিস্তারিত তথ্য দেয়ার জন্য।

স্বাধীনতাযুদ্ধের ইতিহাস ও দলিলপত্র ৭ম খণ্ড

দি ঢাকা গেজেট এক্সট্রা ordinary 20 sept 1971

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ব্যাক্তির অবস্থান ১৯৯৫ – সামছুল আরেফিন


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.