![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
লাল সবুজ পতাকা বিবর্ণ হয়ে যায় লজ্জায়,
স্মৃতিসৌধ, শহিদ মিনার চমকে কেঁপে উঠে,
ত্রিশ লক্ষ শহীদের আত্মা আর্তনাদ করে উঠে,
নির্বাক বাংলাদেশের চোখ জলে ভরে যায়।
এটা ষোল কোটি বাংলাদেশীর হৃদয়ের রায়,
ফাঁসিতে ঝুলবেই দেশদ্রোহী রাজাকার।
এটা ত্রিশ লাখ শহীদের রক্তের শপথ,
ফাঁসিতে ঝুলবেই দেশদ্রোহী রাজাকার।
রাজাকার তোর জন্য ঘৃণা,
দেশদ্রোহী তোর জন্য ঘৃণা,
তোর জন্ম, তোর মৃত্যুর জন্য ঘৃণা,
তোর এই বেঁচে থাকার লালসার জন্য ঘৃণা।
©somewhere in net ltd.