![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
আসাদের শার্ট কে স্পর্শ করেছিল যে হাওয়া,
আজ সে হাওয়া স্পর্শ করছে লক্ষ হৃদয়কে।
সাতই মার্চের সেই অগ্নিঝরা কথামালা,
আজ প্রতিধ্বনিতে মুখরিত করছে লক্ষ হৃদয়কে।
রাজপথ মেতে উঠে স্মৃতি রোমন্থনে,
ভুলে যাওয়া প্রতিবাদের নতুন স্বাদ,
আকণ্ঠ পান করতে থাকে প্রতিটি চুমুকে।
আমার হৃদয় বহন করে চলে একাত্তরের আর্তনাদ,
আমার কণ্ঠ চিরে উঠে আসে তীব্র প্রতিবাদ।
আমি ভুলতে পারিনা শরণার্থীদের কঙ্কালসার দেহ,
বধ্যভূমিতে পরে থাকা বুদ্ধিজীবীদের দেহগুলো,
পিতার অশ্রু আর মায়ের নির্বাক অশ্রুপাতের শোক।
আমি তাই প্রতিবাদ করে উঠি নিজের অজান্তেই,
আমি অতীতের সাথে প্রতারণা করতে পারিনা,
আমি আমার স্মৃতির সাথে প্রতারণা করতে পারিনা।
তাই আজ প্রতিবাদ করছি সময়ের বিরুদ্ধেই।
©somewhere in net ltd.