![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
আজ বিস্ময়ের সীমা নাই,
জয় বাংলা ঠিকই আছে,
শুধু জয় বঙ্গবন্ধু নাই।
বলছি না তোমাকে বলতেই হবে,
পিতার অপমান গায়েতে লাগে।
সময়টা আজ দুঃসময় প্রিয় নেতা,
ভুলে গেছে সব, কে জাতির পিতা?
দেশকে সবাই করছে ব্যাবহার,
ধর্মকে সবাই করছে ব্যবহার,
দেশ, ধর্ম তো ছাড়ি নাই।
জাতির পিতাকেও করছে ব্যাবহার,
তবে কেন শুধু জয় বাংলা,
জয় বঙ্গবন্ধু কেন নাই?
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫
ইমতিয়াজ ইমন বলেছেন: মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধু আজ আলাদা হয়ে গেলেন। দুঃখজনক
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১৩
উৎস১৯৮৯ বলেছেন: জয় বাংলা মুক্তিযুদ্ধের শ্লোগান । এটা কোন দলের শ্লোগান নয়।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪
মোঃ ওমর শরীফ বলেছেন: জি না, ভুলেও জয় বঙ্গবন্ধু কইয়েন না। এইটা ত্রাশ লীগের আন্দোলন না। এইটা সাধারন মানুষের আন্দোলন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯
ইমতিয়াজ ইমন বলেছেন: আমরা যেমন আজ দেশকে সব দলের বাইরে নিয়ে এসেছি, তেমনি বঙ্গবন্ধুকেও সব দলের বাইরে নিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু কোন দলের নন। তিনি সমগ্র বাংলাদেশ এবং সমগ্র বাঙালীর।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১
রাফা বলেছেন: জয় বাংলা যেমন কোন দলের শ্লোগান নয়।
ঠিক তেমনি বঙ্গবন্ধুও কোন দলের নন।
জাতির পিতা আমাদের স্বাধীনতার প্রতিক।
কবিতার জন্য,কবিকে ধন্যবাদ।
ভালো থাকুন ,ই. ইমন।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
ইমতিয়াজ ইমন বলেছেন: সুন্দর বলেছেন। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৪
পিচ্চি পোলা বলেছেন: এটা রাজনৈতিক কর্মসূচি নয়। আর জয় বাংলা আওয়ামী লীগের দলীয় শ্লোগান নয়। ওটা মুক্তিযুদ্ধের শ্লোগান।