![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
প্রতিটি রক্তকণিকা আজ পারমাণবিক বোমার মত,
রক্তের ভেতর বিস্ফোরণে বাড়িয়ে তুলছে বিদ্রোহ।
প্রতিটি কোষে পৌঁছে দিচ্ছে প্রতিবাদের খবর,
প্রতিটি কোষে পৌঁছে দিচ্ছে বিদ্রোহ, বিপ্লবের খবর।
আজ আকাশে চোখ রাখি নীল আকাশ দেখার জন্য নয়,
আকাশে চোখ রাখি সূর্যের উত্তাপ চোখে ধারণ করার জন্য।
আজ হৃদয় খুলে দিয়েছি, ভালোবাসা ধারনের জন্য নয়,
হৃদয় খুলে দিয়েছি আজ তীব্র ঘৃণা প্রকাশ করার জন্য।
আজ হৃদয় থেকে হৃদয়ে এই সব প্রতিবাদ পৌঁছে গেছে,
আজ ষোল কোটি হৃদয় এক হয়ে বাংলাদেশ হয়ে গেছে।
©somewhere in net ltd.