নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

তরুন সম্প্রদায় উনার ছেলের মত

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

পাকিস্তানে ৭৯ জন লোক বোমা হামলায় নিহত হয়েছে। আমরা যখন নিউজটা শুনলাম, আমদের প্রতিক্রিয়া ছিল এই রকম, 'ও পাকিস্তান। তাহলে তো এমন হবেই।"

আমাদের দেশ কি সেদিকেই এগিয়ে যাচ্ছে? সাম্প্রদায়িকতার সমসাময়িক উত্থান বাংলাদেশকে সে পথেই নিয়ে যাচ্ছে। বাংলা ভাইদের হাত থেকে মুক্তি পেলেও, আজ দেশে জন্ম নিচ্ছে আরও বিভিন্ন ধরণের ভাই।



অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীন হওয়া একটি দেশ খুব সহজেই সাম্প্রদায়িক রূপ পাচ্ছে, এটা আসলেই হতাশা ও উদ্বেগজনক।

একদিকে যখন তরুণরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্দোলনে নামছে, সেই সময়ই কিছু তরুন রাজাকারদের বাঁচানোর জন্য জীবন দিয়ে দিচ্ছে। তরুণ সম্প্রদায়ের এই যে দ্বিমুখী নীতি তার জন্য আমাদের অতীত এবং বর্তমান নেতৃবৃন্দকেই দায়ভার নিতে হবে।



মহামান্য বি এন পি এর নেতৃবৃন্দ, আপনাদের কাছে জাতি এটা আশা করেনি। আর যাই হোক আপনাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন মুক্তিযুদ্ধা ছিলেন এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। আপনারা আগামী নির্বাচনে আবার ভোট চাইতে আসবেন। বলুন তো আপনারা আমাদের কি ইশতেহার দিবেন।



গত নির্বাচনের পূর্বে খালেদা জিয়া বলেছিলেন, তরুন সম্প্রদায়ের সবাই নাকি উনার ছেলের মত। কিন্তু আমরা আপনার এই কথা শুনে নিজেদের অপমানিত বোধ করছি। আপনি বলতে পারতেন, শিবিরের ছেলেরা আপনার ছেলের মত। বিশ্বাস করুন এতে আমরা কিছুই মনে করতাম না।



সামনে আবার নির্বাচন আসছে। আপনারা আবার আমাদের দ্বারস্থ হবেন। আমরা সেদিনের অপেক্ষায়।

আর আওয়ামীলীগ, আপনারাই কিন্তু এই আন্দোলন থেকে বেশী ফায়দা তুলছেন। এর বিনিময়ে অন্তত ব্লগারদের নিরাপত্তার ব্যাপারটা একটু দেখবেন। আর সাবধান হয়ে যান, সামনে নির্বাচন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.