![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট,
চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি।
তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই,
দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।
জীবনকে নিজের সম্পত্তি বলে মনে করিনি,
তাই একে নষ্ট করে চলেছি অবিরত।
নষ্টত্বের পূজায় মগ্ন আমি,
শুধুই নষ্ট করে চলেছি অবিরত এ জীবন।
সব কিছু অনুভবের বাইরে চলে গেলে,
আমি আঁকড়ে ধরি বসন্ত বায়ু।
বেঁচে থাকার তীব্র ইচ্ছায়,
গোপন চুক্তিতে বাড়িয়ে চলেছি আয়ু।
অশ্রু খুঁজে পাবে তার প্রিয় চোখ,
প্রেম খুজে পাবে তার প্রিয় হৃদয়।
কিন্তু এসবে আমার আর ঠাই নাই,
আমি সবকিছু শুধু নষ্ট করে যাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪
হাসিবুল ইসলাম বাপ্পী বলেছেন: সুন্দর লেখার জন্য ধন্যবাদ।
+++++++++++++++++++