![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
একদিন এক চাষি দেখল, তার আখ ক্ষেতে বসে চারজন লোক তার ইক্ষুগুলো সাবাড় করে চলেছে। সে একটু নিকটে গিয়ে দেখল এই চারজন হচ্ছে একজন জেলে, একজন ব্রাহ্মণ, একজন মসজিদের ইমাম, আর একজন শিক্ষক। সে ভাবল যে তার পক্ষে চারজনকে একসাথে কিচ্ছু করা সম্ভব নয়। তাই সে একটি বুদ্ধি বের করলো।
সে তাদের নিকটে গিয়ে প্রথমেই জেলেকে একটি ইক্ষু দিয়ে মারতে লাগলো আর বলল যে, উনি হচ্ছেন ব্রাহ্মণ মানুষ, আর উনি আমাদের ইমাম, আর উনি আমাদের ছেলে মেয়েদের পড়ান, উনারা আমার আখ যত খুশী খাবেন, কিন্তু তুই ব্যাটা জেলে কেন খাবি। এই কথা শুনে বাকি তিনজন তো খুশী।
জেলে মার খেয়ে পালিয়ে গেল। তখন সে ব্রাহ্মণ কে মারতে লাগলো। তখন সে বলল যে, উনি আমাদের ইমাম, আর উনি আমাদের ছেলে মেয়েদের পড়ান, উনারা আমার আখ যত খুশী খাবেন, কিন্তু তুমি হিন্দু হয়ে আমার আখ কেন খাবে। ব্রাহ্মণও কোনভাবে পালিয়ে বাঁচল।
তারপর সে শিক্ষককে মারতে লাগলো। সে বলল যে, উনি আমাদের ইমাম উনি যত খুশি খাবেন, কিন্তু তুমি শিক্ষক তুমি এইসব করতে পারনা। শিক্ষকও পালিয়ে বাঁচল।
তারপর সে ইমাম সাহেবকে ধরল। সে বলল আপনি মসজিদের ইমাম, নামাজ কালাম পড়াবেন, কিন্তু আমার আখ খাবেন কেন। এই বলে সে কয়েক ঘা বসিয়ে দিলো। ইমাম সাহেব পালিয়ে বাঁচলেন।
এদেশের জনগণের ক্ষোভ আজ প্রতিটা রাজনৈতিক দলের বিরুদ্ধে। সবার বিরুদ্ধে একসাথে কিছু করা সম্ভব নয়। কিন্তু সবগুলো দলকেই তার প্রাপ্য পেতে হবে। জামাত কে দিয়ে এটা শুরু, শেষ হয়তো অন্য কাউকে দিয়ে হবে। শেষরক্ষা যদি করতে চান তাহলে প্রত্যেক দলই তাদের দলের মধ্যে থাকা রাজাকারদের বর্জন করুন এবং তারা যাতে বিচারের আওতায় আসে সে ব্যাবস্থা করুন।
জনগণ সবাই কে তার প্রাপ্য দিবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন।
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:২০
ইমতিয়াজ ইমন বলেছেন: দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। ধন্যবাদ
২| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:১৭
লিঙ্কনহুসাইন বলেছেন: ++++++++++্
৩| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:২০
মামুন রশিদ বলেছেন: গুড পোস্ট ।
৪| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:২১
আতাউর রহমান অভি বলেছেন: ভাল লিখেছেন ভাই .
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ
৫| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮
চিগিমিকি বলেছেন: এই জন্যই কিন্তু শালারা আগে একজনকে মেরে নাস্তিক বানিয়ে দিছে
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪২
ইমতিয়াজ ইমন বলেছেন: আমরাও কিন্তু শালাদের সাথে যথোপযুক্ত রসিকতা করবো। শালারা তৈরি থাকুন।
৬| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯
চিগিমিকি বলেছেন: এই তো শুরু করে দিলাম বলে
Click This Link
৭| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:২৪
বাংলার হাসান বলেছেন: দারুন
৮| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:২২
রুদ্র মানব বলেছেন: পোস্ট টা অসাধারণ হইছে
০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
ইমতিয়াজ ইমন বলেছেন: ধন্যবাদ
৯| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮
আমি মুখতার বলেছেন: ভাই, এরকম লেখাই লাগবে!!!
১০| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫
মেহেরুন বলেছেন: ++++++++
১১| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮
মু. ইশরাত হোসেন লিপটন বলেছেন: হালকা চালের কথা আমাদের রাজনীতিকদের কানে ও মনে ধরে না।
০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
ইমতিয়াজ ইমন বলেছেন: সহমত
১২| ০১ লা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
হুমায়রা পরী বলেছেন: ভালো লাগলো
১৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৮:৩৮
বেবিফেস বলেছেন: ভাল লিখেছেন, ধন্যবাদ।
১৪| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২৬
jotejoy বলেছেন: ++্++
১৫| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
প্রিন্স হেক্টর বলেছেন: কওয়ার কিছু নাই।
নীরবে +
১৬| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৫
নব প্রজন্ম বলেছেন: হ! ওয়েট এন্ড সি !
১৭| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৯:৫৪
মেকগাইভার বলেছেন: লাইক প্লাস শেয়ার
১৮| ০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:০০
শাহিন বলেছেন: রাজাকার, নির্লজ্জ, লোভী আর দুর্নীতিবাজ রাজনীতিবিদদের বাদ দিয়ে জনসেবার উদ্দেশ্যে সৎ মানুষদের সমন্বয়ে রাজনৈতিক দল গঠন করুন । জনগণ আপনাদের পাশে থাকবে অন্যথায় দেশের মানুষ আপনাদেরকে বর্জন করবে ।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:১১
রেজা সিদ্দিক বলেছেন: খুবই খুশী হলাম। আপনার পোস্টটা কেবল মজার না-- অনেকের হৃদয়ে জ্বালা ধরাবে। আপনাকে অনেক ধন্যবাদ