নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

ডঃ ইউনুস - অস্থানে দিয়েছি আবেগের অশ্রু

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

ডঃ ইউনুস যখন নোবেল পুরষ্কার পেয়েছিলেন, তখন আনন্দে অশ্রু বিসর্জন করেনি এমন বাংলাদেশীর সংখ্যা খুবই কম। আমরা কেন অশ্রু বিসর্জন করেছিলাম জানেন, কারন আমরা আপনার অর্জনটাকে আমাদের নিজেদের অর্জন মনে করেছিলাম। কিন্তু আপনি আমাদের এই আন্দোলনটাকে আপনার আন্দোলন বলে মনে করেননি।



সারা দেশ যখন সংহতি জানিয়েছে এই আন্দোলনের সাথে তখন আপনি নিশ্চুপ। আমরা আপনার কাছ থেকে প্রেরণা আশা করেছিলাম। আপনি হয়তো সেটাকে গুরুত্বপূর্ণ মনে করেন নি।



আপনাকে যখন বর্তমান সরকার আদালতে দাড় করায়, তখন এ নিয়ে অনেক ব্লগ লিখা হয়েছে, অনেকেই এর প্রতিবাদ করেছে। আমরা এই আন্দোলনকে আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করেছিলাম। আপনার অপমান আমরা নিজের অপমান বলে গন্য করেছি।

শাহবাগ আন্দোলন একদিন শেষ হবে। সব যুদ্ধাপরাধীর বিচার হবে। কিন্তু মানুষ এটা ভুলবেনা যে ডঃ ইউনুস এই আন্দোলনকে সমর্থন করেন নি।



হুমায়ুন আহমেদ তাঁর একটি লেখায় লিখেছিলেন যে, উনি ডঃ ইউনুসের নোবেল প্রাপ্তির খবর শুনে আনন্দে সে দিন শুটিং বন্ধ করে দিয়েছিলেন। আজ হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে শাহবাগ আন্দোলনে যোগদান করতেন। তুই রাজাকার বলে শ্লোগান দিতেন। ডঃ ইউনুস কে নিয়ে হুমায়ূন আহমেদ কি বলতেন?



আপনাকে আমরা আদর্শ একজন বাংলাদেশী মনে করতাম। কিন্তু আপনি আমাদের ভুল ভাঙ্গিয়ে দিয়েছেন। আপনাকে নিয়ে হয়তো আর কিছু বলবনা, কারন তখন আমরা আপনার কাছ থেকে কিছু প্রত্যাশা করবোনা। দেশদ্রোহীদের জন্য আপনার মৌন সমর্থনের জন্য জাতি আপনাকে ক্ষমা করবেনা।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

লেজ কাটা শেয়াল বলেছেন: শাহবাগীদের আর কিছুদিন পেত পূজার্হ বন্দোবস্তের আবেদন করা উচিত উনুশের

২| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

তানজিনা ইয়াসমিন বলেছেন: ডঃ ইউনুস কেনো এমন নিশ্চুপ রইলেন তা আসলেই বোধোগম্য নয়। ব্যাপারটা আসলেই অবাক করার মতো বিষয়। আল্লাহ্‌ তাঁকে সুমতি দেবেন আশা করি।

০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

ইমতিয়াজ ইমন বলেছেন: সেরা আন্দোলনকারীর জন্য কোন পুরষ্কারের ব্যাবস্থা থাকলে উনি যেতেন।

৩| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

রাহিক বলেছেন: জাফর ইকবাল শাহবাগে গেলেও আমার মনে হয়না হুমায়ুন আহমেদ শাহবাগে যেতেন । আর ইউনুস সাহেব,ওখানে নাই বা গেলেন,দেশের বারোটা বাজাটাতো বন্ধ করতে পারতেন না ।

আজকে শাহবাগ,শিবির,জামাত,লীগ,রাজাকারে বিভক্ত দেশ । সাথে সাধারণের শান্তিও খতম ।

০৫ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩৫

ইমতিয়াজ ইমন বলেছেন: হুমায়ুন আহমেদ যেতেন না, আপনার এই কথার সাথে একমত না। উনি আর যাই করুন, উনি মন থেকে রাজাকারদের ঘৃণা করতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.