নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ আন্দোলন নিয়ে এরশাদের প্রলাপ

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:১০

হুসেইন মুহাম্মদ এরশাদ শাহবাগ আন্দোলনের নেতৃত্বের কঠোর সমালোচনা করে বলেছেন, যারা এ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তারা বঙ্গবন্ধুর চেয়ে বড় নেতা হয়ে যাননি।

দুপুরে রাজধানীর গুলশানে এক যোগদান অনুষ্ঠানে তিনি আরো বলেন, বিচারককে প্রভাবিত করে ফাঁসি রায় আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না এমন বক্তব্যকে চরম দৃষ্টতা বলেও মনে করেন তিনি।




আমাদের এরশাদ দাদু অবশেষে মুখ খুলেছেন। রাষ্ট্রপতি হতে না পেরে, এই সরকারের শুরুর দিক থেকেই উনি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছেন। তাই উনার এই কথা শুনে বিস্মিত হইনি।



শাহবাগ আন্দোলন নিয়ে উনি এটা বলবেন এটাই স্বাভাবিক। এইরকম একটা গণআন্দোলন তার পতন ঘটিয়েছিল। তাই এইসব গণআন্দোলনের নাম শুনলেই তার পুরনো দিনের কথা মনে পড়ে যায়। পুরাতন অভ্যাস মত তাই তিনি কথা বলা শুরু করেন।



একজন স্বৈরাচার যখন এমন কথা বলে তখন সেটা আমাদের জন্য লজ্জার। এরশাদ যখন কথা বলে তখন নূর হোসেনের গুলিবিদ্ধ দেহ চোখের সামনে ভেসে উঠে , ভেসে উঠে মিলনের গুলিবিদ্ধ দেহ।



এরশাদের মত স্বৈরাচারেরা আর কতদিন এ দেশে মাথা উচু করে থাকবে? শাহবাগের বিরুদ্ধে এরশাদের এই কথার তীব্র নিন্দা জানাচ্ছি।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২

মিতক্ষরা বলেছেন: ভুল বলেন নি এরশাদ। শাহবাগীরা ফাসি চেয়েছিল। সেজন্যে সংসদ আইন সংশোধন করছে, আদালত রায়ে ফাসি দিচ্ছে। শাহবাগে রীতিমত প্যারালাল সরকার চলছে।

০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭

ইমতিয়াজ ইমন বলেছেন: বুঝলাম, জনগণ ফাসির রায় দিয়েছে। আদালতের পূর্বে জনগণ।

২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৮

দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: এরশাদ তো সেই কবে থেকেই 'বিশ্ব বেহায়া' সিলমোহর প্রাপ্ত

৩| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৬

তুহিন আল মামুন বলেছেন: প্রতিবাদ
বিদ্র:ঃ এই লেখার জন্য সামহোয়ারইন ব্লগ এ আমার অ্যাকাউন্টটি স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে । ১৪ দিন স্থগিত থাকার কথা থাকলেও্ এখনো খুলে নি ।

থাবা বাবার মৃত্যুতে আমি ব্যাক্তিগত ভাবে শোকাহত । তার এই অকাল মৃত্যু কোন ভাবেই কাম্য নয় । আমি কিছু ক্ষণ আগে থাবা বাবা এর পেইজ ওপেন করেছিলাম । এবং সেখানে তার একটি পোস্টে কমেন্টস করতে চাইলাম কিন্তু পারলাম না, আমার কমেন্ট লেখার জন্য যতটুকু সময় লেগেছে এর মধ্যেই তার সেই পোস্টটি ডিলিট করা হয়েছে । আমাকে কমেন্টসও করতে দিল না ।
আমি মনে করি মডুর উচিত হবে না তার পোস্ট গুলো ডিলিট করা । কারন এর মাধ্যমে সে তার চিন্তা চেতনা কে সবার মাঝে বিলিয়ে দিতে চেয়েছেন । আমি তার একটি লেখা পড়ে যতটুকু বুঝেছি তিনি একটু নাস্তিক টাইপের ছিলেন ।
আর অনেকেই হয়তো ধারণা করেছেন যে এই কারণেই তাকে খুন করা হয়েছে । কিন্তু যারা হত্য করেছে তার নিশ্চয় জানে না যে প্রত্যেক হত্যাই জঘন্য ।

আর প্রয়াত থাবা বাবা কে বলতে চাই- যদি তার অত্মা অবিনশ্বর হয়,- আমার মতে নাস্তিকতা মানে হলো কোন ধর্মকে কুটুক্তি করা নয়, এক্ষেত্রে বিশেষ কোন ধর্মকেতো নয়ই । যখন ধর্মীয় সমালোচনা হবে তখন তা হতে হবে সকল ধর্মের সামালোচনা । বিশেষ কোন ধর্মকে উদ্দেশ্য করেতো নয়ই ।

আমি থাবা বাবার জন্য দোয়া প্রর্থনা করছি আমার সৃষ্টি কর্তার কছে । যাতে তিনি তাকে ক্ষমা করে দেন ।

৪| ০৭ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১৫

মেহেদী_বিএনসিসি বলেছেন: বিচিছাড়া নেতৃত্ব গনতন্ত্রের নামে দেশটাকি গত ২১-২২ বছর ধরে কি দিচ্ছে তা কি মালুম হচ্ছেনা....... X(( X(( X(( এইগুলার চেয়ে ওই বিশ্ববেহায়া বা স্বৈরাচার হাজার গুনে ভালো.....।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.