নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

প্রভু নষ্ট হয়ে যাই

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯

সময়টা ১৯৭১, একটি অসহায় পরিবার গ্রামের রাস্তায় দাড়িয়ে আছে।

পাকিস্তানী সেনাদের ভয়ে শহর ছেড়ে গ্রামে এসেছে। গ্রামে কোন আত্মীয়স্বজন না থাকায় বুঝতে পারছেনা কোথায় যাবে। পরিবারের কর্তা অসহায়ভাবে এদিক ওদিক তাকাচ্ছে। রাত বাড়ছে, সাথে তরুণী মেয়ে, কি করবে কিছুই বুঝতে পারছেনা। তার স্ত্রীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে।

গ্রামের একজন লোক পাশ দিয়ে যাচ্ছিল, সে তাদের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে, নিজের বাড়িতে নিয়ে গেল। তাদের থাকা খাওয়ার ব্যাবস্থা করলো।

দেশের চরম দুঃসময়ে সারা বাংলাদেশ যেন এক হয়ে গিয়েছিল। তাই কোন যুবক, অসহায় তরুণীকে নির্বিঘ্নে তার ঠিকানায় পৌঁছে দিয়েছে।

অল্প খাবার সবাই মিলে খেয়েছে তৃপ্তি সহকারে।



আজ দেশ স্বাধীন। একটি বাংলাদেশ পেয়েছি আমরা, কিন্তু বাংলাদেশীরা সবাই বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের সেই একাত্তরের চেতনা, জাতীয়তাবোধ আমরা হারিয়ে ফেলেছি। আজ চলছে হত্যার রাজনীতি, সংঘাতের রাজনীতি। প্রচণ্ড দুঃসময়ে যে মানুষগুলো এক হয়েছিল, আজ সুসময়ে তারা একে অপরের শত্রু হয়ে গেল।



আমরা কি পারতাম না এই দেশটাকে ভালবাসতে? কার জন্য এসব হচ্ছে, কি জন্য এসব হচ্ছে, আমরা তা না দেখেই চিলের পিছনে দৌড়াতে শুরু করেছি। আজ আমরা নষ্ট হয়ে গেছি। আমরা আজ পচে গেছি। এই পচে যাওয়া আমরা শুধু সমাজের বুকে দুর্গন্ধ ছড়াচ্ছি।

কিন্তু সবাই একটু সহনশীল হলেই আমরা সেই একত্ববোধটা ধরে রাখতে পারতাম। স্বাধীনতা বিচ্ছিন্ন হওয়ার জন্য আসেনি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

চোখের দেখা বলেছেন: :D ভাই অসাধারণ লিখেছেন চালিয়ে যান । আরো কিছু এরকম লিখে যান আছি আমরা ।

২| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১০

মশামামা বলেছেন: মজার একটা গল্প শোনাই - দেখেন কি চমকপ্রদ কাহিনী। নিজে পাত্তা না পাইয়া দু'জন ব্লগারের প্রেমের কবিতা আদান-প্রদানকে কেন্দ্র করিয়া একজন জনপ্রিয় ব্লগার জ্ঞান-বুদ্ধি হারাইয়া কিভাবে তার চক্ষুশূলদ্বয়কে গালিগালাজ করিয়া ব্লগ থেকে বিতাড়িত করিতে পারেন।

এখানে দেখেন - শায়মার ন্যাকা কাহিনী:
Click This Link

দুইদিন হইতে বিরাট গবেষণা করিয়া আমি ইহা আবিষ্কার করিয়া ফেলিলাম। তবে, নীলঞ্জন বা সান্তনু একটা গাধা। দিবাকে আমার ভালোই লাগতো। যাইহোক, উচিত ফল পাইয়াছে। তবে, শায়মা ও যে এক বিশাল মক্ষীরাণী এ ব্যাপারেও কোন সন্দেহ নাই।

ফারামনির চেহারাডা অনেক মিষ্টি আছিলো। এজন্যই ব্লগের অনেককেই লোল ফালাইতো। ভাবছিলাম আমিও লাইন মারুম।

এই বেডি হারামী শায়মার লাইগা .................................

আর সান্তনুরে আমার মন চাইতো দুইগালে দুই লাত্থি দেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.