![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
ভালো উদ্দেশ্য নিয়ে যেমন একটি খারাপ কাজ করা যায়, তেমনি খারাপ উদ্দেশ্য নিয়ে একটি ভালো কাজও করা যায়। কাজটা ভালো কি খারাপ সেটা মুখ্য নয়, মুখ্য হল উদ্দেশ্যটা।
শাহবাগ আন্দোলন বর্তমানে কি রূপ নিচ্ছে? ভালো উদ্দেশ্য নিয়ে শুরু হওয়া একটি ভালো কাজ এখন খারাপ উদ্দেশ্য নিয়ে করা ভালো কাজ হয়ে যাচ্ছে।
শুরুর দিকে কিংবা তার পরেও এই আন্দোলন যে জনপ্রিয়তা পেয়েছিল, ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। শাহবাগ আন্দোলন এখন প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে।
যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, তা সফল হয়েছে। সাইদী'র ফাঁসি হয়েছে, কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। যে গণচেতনা শাহবাগে শুরু হয়েছিল, তা সারা বাংলাদেশে ছড়িয়ে পরেছে।
কিন্তু দৃষ্টিকটু হলেও এটা সত্য যে, প্রথম দিকে যে চেতনা কাজ করেছিল, আজ তা স্তিমিত হয়ে যাচ্ছে। শাহবাগ আন্দোলনের দলীয়করণ অত্যন্ত প্রকট রূপে চোখে পড়ছে।
কিন্তু অনেকদিন পর এই আন্দোলনটাই জনগণের মধ্যে জাগরণ ঘটিয়েছে। রাজনীতির নষ্ট হয়ে যাওয়া পথে মানুষ নতুন সপ্নে যাত্রা শুরুর সপ্ন দেখেছে এই আন্দলনের মধ্য দিয়েই। এক একটা গণআন্দোলন যেমন দেশকে নতুন একটা রূপ দিয়েছে, শাহবাগ আন্দোলনও তার ব্যাতিক্রম নয়। শাহবাগ আন্দোলন ঠিকে থাকুক তার নিজস্ব স্বকীয়তা নিয়ে।
শাহবাগ আন্দোলন মানুষকে নতুন সপ্ন দেখিয়েছে। তাই যারা এর সমন্বয় করছেন, তারা এই আন্দোলন যাতে দলীয়করণ না হয়ে যায় সে ব্যাপারে দৃষ্টি রাখবেন আশা করি। যে চেতনা নিয়ে এই আন্দোলন শুরু হয়েছিল, সেই চেতনা যেন অক্ষুণ্ণ থাকে সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জনতার চেতনার প্রতিফলন হোক শাহবাগ আন্দোলন।
২| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩২
তাহের নাসিম বলেছেন: ta hole to valoi cilo kinto ekon eta porai doliovabe kaj korse e karone oi kajer support kome jache abong prosnividdo o hoche
৩| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৪
আমি জানিনা-বলো বলেছেন: দলীয় করম কি পুরাই ছাত্রলীগ । আমিও শাহবাগ গেছি পরে থুতু দিছি.।.।
Click This Link
৪| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০২
তিমিরবিদারী বলেছেন: শাহাবাগ আন্দোলন কবে দলীয়করণের বাহিরে ছিল যে,শাহবাগ আন্দোলনকে দলীয়করণের খপ্পর হতে মুক্ত রাখবে।আর মুক্তটা রাখবেই বা কে??????? কয়েকদিন আগে একটি টকশো তে আওয়ামিলীগের সংসদ সদস্য রনি বলেন,"যে তরুনরা আজ শাহাবাগে আন্দোলন করছে তারা রাজনীতির কিছুই জানত না অথচ আজ আওয়ামিলীগের ডাকে তারা শাহাবাগ আন্দোলন শুরু করেছে।"
আমি নিজে ৩ বার শাহাবাগ আন্দোলনে গিয়েছিলাম কিন্তু যখন আওয়ামিলীগের সংসদ সদস্য রনির ঐ কথাটি শুনলাম তখন মনে মনে নিজেকে নিজেই গালি দিলাম।
৫| ০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৫
পথহারা সৈকত বলেছেন: আমি জানিনা-বলো বলেছেন: দলীয় করম কি পুরাই ছাত্রলীগ । আমিও শাহবাগ গেছি পরে থুতু দিছি.।.।
৬| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯
সবুজ ভীমরুল বলেছেন: শাহবাগ এখন ছাত্রলীগ ও বামপন্থীদের ভাগাড়ে পরিনত হয়েছে।
সামনের ইলেকশন পর্যন্ত চালিয়ে যাবার দারুন এক খেল!!
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩০
হাবিব০৪২০০২ বলেছেন: মূল সমস্যা লিডিং যারা দিচ্ছে তারা সবাই ক্ষমতাসীন দলের, নিরপেক্ষ কেউ নাই।
অথচ সফল আন্দোলনের জন্য দরকার এমন লোক যে কোন দলেরই অন্ধ সমথক নয়