![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
মদমত্ত নেতার দুই চোখ ঢুলুঢুলু করছে। উনি এসেছেন জাতিকে দিক নির্দেশনা দেয়ার জন্য। নেতা তর্জনী তুললেন, তর্জনী তুলে একজনকে বোতলটা দেখিয়ে আনতে বললেন। নেতা আরেক চুমুক খেয়ে শরীরটা চাঙ্গা করে দিলেন। নেতার মুখ চলছে, মাঝে মাঝে পেছন থেকে চামুচ বাহিনী তাকে এই সেই বলে দিচ্ছে। কয়েকজন উকি ঝুকি মারছে, যাতে ক্যামেরায় তার মুখ দেখা যায়।
আমরা জনগণ যাদের আদরের সহিত নেতারা আমজনতা বলে সম্বোধন করেন। আমরা অধীর আগ্রহে টিভি তে চোখ রেখে বসে আছি, নেতার নির্দেশনা শোনার জন্য। নেতা বলবেন আগামী দিনের কথা, আমাদের আগামীকাল রাজপথে থাকতে হবে কিনা সেই কথা।
আমরা নেতার কথা শুনি, নেতার কথা মানি।
আমাদের ইতিহাস রাজা প্রজার ইতিহাস, বাংলার ইতিহাস দাসপ্রথার ইতিহাস। আমরা দাসত্ব হতে তখনো মুক্তি লাভ করতে পারিনি, এখনো পারি নাই। আজন্মকাল আমরা দাস জন্ম দিয়ে যাই, এই বাংলার তরে।
এর শুরু কবে থেকে তা আমরা হয়তো ভুলে গেছি, সম্রাট বাবর যখন ভারতবর্ষ দখল করে নিলেন তখন থেকেই হয়তো শুরু। তারপর ইংরেজ শাসন, পাকিস্তানীদের শাসন, দেশদ্রোহী বাংলাদেশীদের শাসন। এর কোন শেষ নাই। এই অন্তহীন মানসিক দাসত্ব বয়ে চলছে এই বাংলার জলধারার সাথে, বাংলার সংস্কৃতি আর সভ্যতার সাথে।
আমরা আধুনিক দাস প্রথাকে বাঁচিয়ে রাখছি আমাদের মেধা ও মনন দিয়ে। আগে যেমন নিয়ম ছিল দাসের সন্তানেরাও দাস হবে, তেমনি আজও তা বিদ্যমান। আজও রাজার ঔরসে রাজপুত্ররা জন্ম নিচ্ছে, আর দাসদের ঔরসে দাসরাই জন্ম নিচ্ছে। এটা চলছে এবং হয়তো চলবে অনন্তকাল ধরে।
যাই হোক আমাদের নেতা তার দিক নির্দেশক বক্তব্য শেষে উঠে দাঁড়ালেন। দুইজন থাকে ধরে নিয়ে একটা বিছানায় শুইয়ে দিল। আমাদের নেতা এখনও নিজেকে সেই রাজবংশের উত্তরাধিকারী মনে করেন। রাজনীতি চলে রাজার নীতি অনুযায়ী। আমরা রাজনীতির অংশ।
আমরা আব্রাহাম লিংকনের সেই অনবদ্য জোকসের চরিত্র। "গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত জনগণের সরকার।" আহ ! কি নির্মম জোকস। আমরা চরিত্ররাই হেসে উঠি এটা শুনে। আর এটা আমাদের নেতার প্রিয় জোকস। উনি সময়ে অসময়ে এটা বলেন। আর আমরা উনার কথা শুনে প্রাণ খুলে হাসি।
আসলেই এ জীবন অনেক আনন্দের।
২| ০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমরা আধুনিক দাস প্রথাকে বাঁচিয়ে রাখছি আমাদের মেধা ও মনন দিয়ে। আগে যেমন নিয়ম ছিল দাসের সন্তানেরাও দাস হবে, তেমনি আজও তা বিদ্যমান। আজও রাজার ঔরসে রাজপুত্ররা জন্ম নিচ্ছে, আর দাসদের ঔরসে দাসরাই জন্ম নিচ্ছে। এটা চলছে ........
আমরা আব্রাহাম লিংকনের সেই অনবদ্য জোকসের চরিত্র। "গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা পরিচালিত জনগণের সরকার।" আহ ! কি নির্মম জোকস। আমরা চরিত্ররাই হেসে উঠি এটা শুনে। আর এটা আমাদের নেতার প্রিয় জোকস।
.....
আমরা আর জোকস শুনব না
আমরা আর জোকসের চরিত্র হবো না
আমরা আর দাস থাকব না,
আমরা সবাই রাজা!!!!!
আমাদের এই রাজার রাজত্বে...
নইলে মোদের রাজার সনে মিলব কি শর্তে!!
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
লেজ কাটা শেয়াল বলেছেন: কয়েকজন উকি ঝুকি মারছে, যাতে ক্যামেরায় তার মুখ দেখা যায়। চমৎকার