![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
চোখে পরে স্বর্ণ ঠুলি, কলুর বলদেরা,
টানছে আজীবন রাজনৈতিক ঘানি।
দেশ আর মানচিত্র দিয়েছে ঘানিতে,
জনগণের রক্ত ঘানি বেয়ে পরছে।
কলুর বলদেরা দেখতে পায়না রক্ত,
তাদের স্বর্ণ ঠুলি ঠেলে দেয় তাদের আধারে।
রক্ত আর রক্ত, অসংখ্য মানুষের রক্ত,
ভিজিয়ে দেয় দেশ, ভিজিয়ে দেয় মানচিত্র।
কলুর বলদেরা ঠুলি তে বাড়ায় স্বর্ণ,
টেনে চলে ঘানি অন্ধ গতিতে।
রক্ত বেড়ে যায়, মৃত্যু বেড়ে যায়,
রাজনৈতিক কলুর বলদেরা তবু থামেনা।
©somewhere in net ltd.