![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
স্বাধীনতা পাওয়ার জন্য এতো প্রাণ কেন দিতে হবে?
ত্রিশ লাখ মানুষকে হত্যার প্রতিশোধ কি আর নেওয়া হবেনা। চিন্তা করে দেখুন ত্রিশ লাখ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হল। আর আমরা সব ভুলে গেলাম এই বলে যে, স্বাধীনতা পেতে হলে প্রাণ দিতেই হয়। কিন্তু আমরা কেন পাকিস্তানীদের কাছ থেকে স্বাধীনতা নেবো?
হত্যার বদলা না নিলে এইসব আত্মদান বৃথা হয়ে যাবে। আজ না হোক আরও পঞ্চাশ বছর পরে হলেও যেদিন করাচী কিংবা ইসলামাবাদে আমরা একটা গণহত্যা চালাতে পারবো, সেদিন আমরা আমাদের শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারবো।
আমরা সহজেই ভুলে গেছি। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি শত্রুর দিকে। আমরা ভুলে গিয়েছিলাম ঐ হাতে লেগে আছে আমার ভাইদের রক্ত। আজও পাকিস্তানীরা তাদের কৃতকর্মের জন্য লজ্জিত হয়নি। তারা এখনও ক্ষমা চায়নি। কতটুকু আস্পর্ধা ওদের।
আজ না হোক, আজ থেকে পঞ্চাশ বছর পরে হলেও আমাদের উচিত এর বদলা নেয়া।
কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের নেতারা আজ শত্রু ভুলে গেছেন। তারা এখন ক্ষমতা দখলে ব্যাস্ত। একদিকে এই স্বাধীনতা তাদের জন্যই শুধু সুফল বয়ে নিয়ে এসেছে। আজ তারা নেতা হতে পারছেন, ফুল দিতে গিয়ে মারামারি করে নিহত হতে পারছেন।
আমাদের লজ্জা আমরা যে দেশের জন্য ত্রিশ লাখ প্রান দিতে পেরেছি, সেই দেশের জন্য একজন সঠিক নেতা নির্বাচন করতে পারিনি।
আজ গণজাগরণ মঞ্চের প্রতি জনগণ আস্থা প্রকাশ করেছে। আপনারা রাজনীতিতে আসুন। কারন সাময়িক আন্দোলনের মাধ্যমে এই দেশের স্বাধীনতা রক্ষা করা যাবেনা।
আজ আওয়ামীলীগ ক্ষমতায় আছে আপনারা আন্দোলন করতে পারছেন। আগামীতে চারদলীয় জোট আসলে হয়তো আপনাদের বিরুদ্ধেই মামলা হবে দেশদ্রোহিতার অপরাধে। পরিবর্তন প্রয়োজন। সেটা কিভাবে আসবে সেটাই আসল কথা।
আমরা গর্বের সাথে স্বাধীনতা দিবস পালন করলাম। আমার এক বন্ধু বলছিল , " চিন্তা করে দেখ আজ আমরা কত ভালভাবে আছি, কিন্তু ১৯৭১ এ এই দিন মানুষের মাঝে কি আতংক ছিল।"
হৃদয়ে একটু খারাপ লাগার অনুভূতি হল।
মিথ্যে প্রবোধ দিয়ে নিজের দুর্বলতা না ঢেকে, সেটাকে কাটিয়ে উঠতে হবে। যেদিন ত্রিশ লাখ পাকিস্তানীকে হত্যা করতে পারবো, সেদিন এই ক্ষত শুকাবে। সেটার জন্য অপেক্ষায়।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:১৩
ইমতিয়াজ ইমন বলেছেন: পাগলা কুকুর যখন কামড়ায়, তখন তাকে মেরে ফেলাটাই ভালো। আপনি কাদের ক্ষমা করতে বলছেন , যারা এখনও তাদের কাজের জন্য লজ্জিত হয়নি তাদের কে।
ত্রিশ লাখ ফেরত দেওয়ার পর আপনি সভ্য হয়ে যান তাতে কোন আপত্তি নেই।
২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৯
মুশাসি বলেছেন: কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তা ব'লে কুকুরে কামড়ানো কি রে মানুষের শোভা পায় ?
ক্ষমা করবো না, তবে মানুষ আর কুকুরের পার্থক্যটাতো ওদের বুঝাতে পারবো।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১:০০
বীরবল ২ বলেছেন: ১৯৭১ সালে পাকিস্তানীরা আমাদের ৩০ লাখ নিরীহ মানুষ হত্যা করেছে, এখন আমরাও যদি একই কাজ করি তাহলে হানাদার বাহিনী আর আমাদের মাঝে পার্থক্য থাকল কোথায়??
কুকুর আমাদের কামড়েছে বলে আমরা নিশ্চই কুকুরকে কামড়ে দেবনা।
আমি মনে করি, আমরা যদি নিজেদের উন্নত করে ওদের আমাদের দাসে পরিনত করতে পারি তাহলে সেটা হবে ৩০ লাখ নিরীহ প্রাণের আসল বদলা।
এছাড়া অন্য বিষয় গুলোতে সহমত।