নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই মিথ্যে শহরে আমি থাকবনা তোমাদের মত

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই।

ইমতিয়াজ ইমন

কবিতায় শুরু কবিতা শেষ

ইমতিয়াজ ইমন › বিস্তারিত পোস্টঃ

স্বনির্বাচিত দেশদ্রোহিতা

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

অপরাজেয় বাংলার আর অপরাজেয় থাকা হলনা। একটি চেতনার মৃত্যু হল আজ। এই ভাস্কর্যটিকে ভাঙ্গতে হবেনা, ভাঙ্গার জন্য দাবী তুলে আজ তারা বুঝিয়ে দিয়েছে এ দেশে স্বাধীনতা ভূলুণ্ঠিত। আজ দেশ দেশের বিরুদ্ধে চলে গেছে। আমাদের সরকার হঠাৎ করেই ধর্মপ্রাণ হয়ে গেলেন। চা কফি খেতে খেতে সরকারের মন্ত্রী এমপিরা খেলা দেখছেন। অরাজনৈতিক খেলা। রাজনৈতিক খেলা দেখে তারা ক্লান্ত। নখ, দাত বিহীন বি এন পির আস্ফালনে তারা তেমন আনন্দ পাচ্ছেনা। তাই এই অরাজনৈতিক খেলার মঞ্চায়ন। এখানে দেশ কিছু না, স্বাধীনতা কিছুনা, দেশপ্রেম সেটা এখন ব্যাক্তিবিশেষের দখলে। তাই আর দেশপ্রেমিক থাকা হবেনা, আজ দেশদ্রোহী হয়ে যাবো।



আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আমার প্রথম পরিচয় কি?

আমি বলেছিলাম যে আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশী। তখন সে বলেছিল, "বুঝেছি, তোমার দ্বারা আমাদের দল করা হবেনা।"

না আমি এমন দলকে কখনই সমর্থন দিবনা যারা নিজেদের প্রথম পরিচয়ে নিজেকে বাংলাদেশী বলেনা।



বাবরি মসজিদ ভাঙ্গার সময়, তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে আন্দোলনকারীরা মসজিদটিকে ধুলোয় মিশিয়ে দেয়। তখন এক পুলিশকে প্রশ্ন করা হয়েছিল,

"এত নিরাপত্তা ভেদ করে আক্রমণকারীরা কিভাবে মসজিদের কাছে পৌছাল?"

পুলিশ সদস্য তখন উত্তর দেয়,

"পুলিশ না হলে আমিও ভাঙ্গায় অংশ নিতাম।"

কি নির্মম উত্তর। মানুষের বিশ্বাস ভেঙ্গে ফেলার জন্য আমরা সদা তৎপর। তাই আমাদের দেশেও মন্দির ভাঙ্গা হয়, প্যাগোডা ভাঙ্গা হয়। এই যে বিশ্বাসের উপর এই আঘাত, এটা শুধু একটা উপাসনালয়কেই ভাঙ্গেনা ,ভাঙ্গে মানুষের বিশ্বাসকে।



স্বাধীনতা শুধু আমাদের বিশ্বাস নয়, এটা আমাদের অস্তিত্ব। আর আমাদের মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো আমাদের অস্তিত্বের বাহক। তাই যারা বাংলাদেশের অস্তিত্বে আঘাত হানতে চায়, তারা দেশদ্রোহী ছাড়া কিছুই নয়। আমাদের দেশপ্রেমিক সরকার এখন কি পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়।



অন্যেরটা ভুল না বলে নিজেরটা ঠিক প্রমাণ করুন। পেশীশক্তির জোরে নিজের বিশ্বাসকে অন্যের উপর চাপিয়ে না দিয়ে অন্যের বিশ্বাসকে সম্মান করুন। আমার বিশ্বাস আমার কাছে ঠিক, তেমনি অন্যেরটাও তার কাছে ঠিক।



এইসব আন্দোলনে সাধারণ জনগণের দুর্ভোগ ছাড়া আর কিছুই হবেনা। কিন্তু তারপরও এ থেকে একটি ফলাফল বের হয়ে আসবে। সেটা হয় বাংলাদেশে নতুন এক অধ্যায়ের সূচনা করবে, নাহয় বাংলাদেশকে পিছিয়ে দেবে। যদি পিছিয়ে দেয় তাহলে নিশ্চিত দেশদ্রোহী হয়ে যাবো। এ আমার স্বনির্বাচিত দেশদ্রোহিতা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.