![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
প্রতিবাদী কবিরা সব আজ প্রেমের কবি হয়ে গেছে। প্রেমের মাঝে যে এত মজা তা এতদিন বুঝতে পারেনি। আজ বুঝছে, কিংবা বুঝতে বাধ্য হইছে। ব্লগ কাঁপানো বিপ্লবীরা আজ আর বিপ্লবের ছুরিতে শান দিচ্ছেন না। এখন সময় ঘরে মুভি দেখার, আরাম করে সবাই এখন মুভি দেখতে বসবে।
এই দিকে আবার অনেকগুলো ব্লগ বন্ধ করে রাখা হয়েছে। যখন প্রতিবাদের সময় তখন ব্লগগুলো বন্ধ করে রাখা হল। আসলে সবাই পরিস্থিতি বুঝে মাঠে থাকতে চায়। সরকার ব্লগের বাপ মা না, তাদের সাথে অভিমান করেন!! লাভ নেই। ব্লগ বন্ধ হওয়ায় আজ সুবিধা নিচ্ছে দেশদ্রোহীরা। সবাই চিন্তায় আছে, তাই ব্লগ বন্ধ করে সবাই মাথা চুলকে চিন্তা করছে।
না সব কিছুই এবার গেল। এবার আরও চত্বর হবে। সবগুলো ব্লগ বন্ধ করে রাখা হবে। আমাদের বিপ্লবীরা খাটি সরিষার তেল নাকে দিয়ে ঘুমাবেন। জয় হোক ঘুমন্ত বিপ্লবের।
©somewhere in net ltd.