![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতায় শুরু কবিতা শেষ
আমার এক বন্ধু কাল হেফাজতের সমাবেশে গিয়েছিল। তৌহিদী জনতা হিসেবে নয়। বিরিয়ানি খাওয়ার জন্য। যাওয়ার দশ মিনিট পরেই তাদের হাতে এক প্যাকেট বিরিয়ানি দেয়া হচ্ছে। উল্লেখ্য যে আমার এই গুণধর বন্ধুটি হিন্দু। তারপর সে আর একজনের কাছে শুনল আধা ঘণ্টা থাকলে পাঁচশো করে টাকা দিচ্ছে। সে মনে হয় আজও গিয়েছিল। আমি তাকে আর জিজ্ঞেস করিনি। আমার মাথায় অবশ্য একটা আইডিয়া এসেছে। বিরিয়ানিতে গরুর মাংস দিন। তাহলে মালাউনেরা খেতে পারবেনা। খাইলেও ধর্ম যাবে। আর এই আন্দোলন সারা বছর চলুক। পেটের জ্বালা মেটানোর জন্য গরীব মানুষেরা ধর্ম কর্ম করতে পারেনা। এই সুযোগ কাজে লাগানো উচিত। বাংলাদেশের পুষ্টির চাহিদা মেটাবে এই লংমার্চ সেটাই জাতি প্রত্যাশা করছে।
এই টাকা কোথা থেকে আসছে। সৎ ভাবে উপার্জিত টাকা এমন কাজে ব্যাবহার করবে আমি সেটা ভাবছিনা। লোকমুখে শুনলাম বিএনপি নাকি এই খাবারের টাকার যোগান দিচ্ছে। ভাবাই যায়না দুর্নীতির টাকায় ধর্ম প্রতিষ্ঠা হচ্ছে। বাংলার অঘোষিত যুবরাজ তারেক রহমানের পাপের প্রায়শ্চিত্ত করা হচ্ছে কিনা সেটাও দেখার বিষয়।
দুষ্টু তত্ত্বাবধায়ক সরকার মানুষের প্রাইভেসিতেও হাত দিয়েছে। আমাদের এই জননেতা কিছু দুর্নীতি করবেন সেটাই তো স্বাভাবিক। হাওয়া ভবন তো আর হাওয়ায় চলেনা। সেই টাকায় বিরিয়ানি খাওয়া হচ্ছে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। শুনলাম বাইশটি হেলথ ক্যাম্প করা হয়েছে। গোপন রোগের চিকিৎসা ফ্রিতে করাতে চাইলে যেতে পারেন। যাই হোক বিরিয়ানি নাকি খুব স্বাদ হয়েছে। একবার গিয়ে খেয়ে আসতে পারেন।
খালেদা জিয়া চিন্তায় আছেন। দুষ্টু পুরুষ গুলো চারপাশে ঘোরাফেরা করে। কর্মক্ষেত্রে সহ অবস্থান বাতিল হলে কি হবে সেই চিন্তা করছেন। আমরা তার জন্য দোয়া করি। বাংলাদেশে পার্লার শিল্পের এই মহান পথিকৃতের বেঁচে থাকা উচিত।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩
ইমতিয়াজ ইমন বলেছেন: জামাত, বিএনপিরে ছাড়া মাঠে নামেন তাহলে মেনে নিবো
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩
মাসরুর প্রধান বলেছেন: শাহবাগের ব্যাপারেও এমন বলা হইছিল। এই খাওয়া দাওয়ার ব্যাপার ছাড়া কত বিষয় আছে।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪
ইমতিয়াজ ইমন বলেছেন: হুম। ভালো বলেছেন। বিষয় গুলো কি সেটাই বুঝতে পারলাম না। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩
সাধারণ মুসলমান বলেছেন: এখানে গরিব রিক্সওয়ালা ১ থলে বিস্কুট এনে মানুষকে খাইয়েছে। আমি নিজে চাদা দিয়েছি। সর্বস্তরের জনগণ শরিক হয়েছে। আর সেখানে ইনডিয়া খাইয়েছে। বড়লোকের পোলাপান খাইছে।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫
ইমতিয়াজ ইমন বলেছেন: রিকশাওয়ালার জন্য আফসোস হয়
৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: জানিনা কেমন কারসাজি
কি বা ভাওতাবাজি
আবার চালবাজ
কিসের ভয়াল আওয়াজ
কি হতে কি হয়
মনে লাগে ভয়
যদি বাড়ে আবারও সন্ত্রাস
দেশ ও জাতীর বুকে মহাসর্বনাশ
এখনই এর চাই হওয়া বোধ
কেন অহেতুক দাঙ্গা
কার বিরুদ্ধে কে নেবে প্রতিশোধ ?
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭
ইমতিয়াজ ইমন বলেছেন: দেশের অবস্থা স্যান্ডউইচ
৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯
মোঃ উরমান বলেছেন: বিএনপি, জাতীয় পার্টি, সহ পুরান ঢাকার সাধারণ মানুষ সহ অনেক অনেক তৌহিদি মানুষ ঘোষনা দিয়ে খাবার বিতরণ করেছে। তা মিডিয়াতে প্রকাশ পেয়েছে। লুকানোর কিছু নাই। কিন্তু শাহবাগে কে বা কাহারা দিয়েছে তা কিন্তু স্পষ্ট করে বলা হয়নি। এমন কি তাদের পেইড মিডিয়াও জানায়নি। বরং পেইড মিডিয়া দুচার, বা দশ হাজার লোককে লাখ লাখ লোক সমাবেশ বলে চালিয়েছে। যদি শাহবাগে লাখ লাখ লোক সমাবেশ হয় তবে, শাপলা চত্বরে কোটি কোটি মানুষের সমাবেশ হয়েছে।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
ইমতিয়াজ ইমন বলেছেন: ১৮ কোটি হবে মনে হয়
৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২
তানজিদ_রূপক বলেছেন: এই গুলা উপহারের টাকা।শেখ হাসিনারে যেমন উনার প্রবাসী বাংলাদেশী ভক্ত ২০ কোটি টাকা দামের ২টা বুলেট প্রুপ গাড়ি দিসে তেমন উপহারের টাকা।এই রকম শাহাবাগ হেফাজত মার্কা আন্দোলন সারা বছর হওয়া দরকার তাইলে মানুষ আর চুলায় গ্যাস নাই বলে না খেয়ে থাকবে না।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭
ইমতিয়াজ ইমন বলেছেন: ভালো বলেছেন। গ্যাস বিক্রি করে কিছু টাকাও পাওয়া যাবে।
৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫
মুহাই বলেছেন: চলেন হ্যাপাজটে যোগ দেই ।
০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯
ইমতিয়াজ ইমন বলেছেন: চলুন
৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০০
উযায়র বলেছেন: শাহাবাগের আন্দোলন হাইজাক হয়েছে ক্ষমতাশীলদের দ্বারা, হেফাজত হাইজাক করতে পারেনি বি এন পি বা জামাত
Click This Link
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২২
অারমান বলেছেন: আরেকবার প্রমান হলো এই দেশ কোন রাজনৈতিক দলের নয় এই দেশ মুসলমানের দেশ। যারা এক আল্লাহ- এবং রাসুলের অনুসারী। যদিও যোগদান করতে পারলাম না, অন্তরে আল্লাহর প্রেম নিয়ে দোয়া করি আল্লাহ আমার দেশকে হেফাজত করুন, সকল অশুভ শক্তি থেকে। এবং বাংলার মাটিতে আমাদের রাসুল কে যারা অবমাননা করেছে তাদের বিচার হউক